মেসির পায়ের ছাপ চাইছে ব্রাজিল! চিরপ্রতিদ্বন্দ্বী দেশের চিঠি আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে রিও ডি জেনেইরো স্টেট স্পোর্টস সুপারিনটেনডেন্স। তারাই আইকনিক মারাকান স্টেডিয়াম দেখভালের দায়িত্বে রয়েছে। সংস্থার প্রেসিডেন্ট আদ্রিয়ানো স্যান্টোস নিজে চিঠি লিখেছেন মেসিকে।

সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন (World Champion) হয়েছেন ফুটবলের “বরপুত্র” লিওনেল মেসি (Lionel Messi)। কিন্তু এবার যে প্রস্তাব তাঁর কাছে এলো, তা বিশ্বকাপ জয়ের সম্মানের থেকে কোনও অংশে কম নয়। চিরপ্রতিদ্বন্দ্বী খোদ ব্রাজিল (Brazil) চাইছে আর্জেন্টিনার (Argentina) কিংবদন্তি ভূমিপুত্রের পায়ের ছাপ। মারাকানার (Maracana) হল অফ ফেম-এ থাকুক লিওর ফুটপ্রিন্ট (Foot print)। এই মর্মেই বিশ্বজয়ী ক্যাপ্টেন আর্জেন্টিনার কাছে চলে এসেছে পেলের দেশের বিশেষ আমন্ত্রণ।

জানা গিয়েছে, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে চিঠি পাঠিয়েছে রিও ডি জেনেইরো স্টেট স্পোর্টস সুপারিনটেনডেন্স। তারাই আইকনিক মারাকান স্টেডিয়াম দেখভালের দায়িত্বে রয়েছে। সংস্থার প্রেসিডেন্ট আদ্রিয়ানো স্যান্টোস নিজে চিঠি লিখেছেন মেসিকে।

চিঠিতে লেখা হয়েছে, “মেসি ইতিমধ্যে মাঠ এবং মাঠের বাইরে নিজের ছাপ রেখেছে। ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে বছরের পর বছর মেসির নাম অমর হয়ে থাকবে। মারাকানাও চায় মেসির মতো জিনিয়াসকে শ্রদ্ধা জানাতে।” এই চিঠিতে সাড়া দিয়ে মেসি যদি ব্রাজিলের আমন্ত্রণে নেইমারদের দেশে যান, তাহলে বিরাট সম্মানে ভূষিত হবেন তিনি। ফুটবলের কিংবদন্তিদের সঙ্গেই তাঁর পায়ের ছাপও থাকবে মারাকানায়। ব্রাজিলের পেলে, গ্যারিঞ্চা, রিভেলিনো, রোনাল্ডো নাজারিওর পাশাপাশি চিলির এলিয়াস ফিগুয়েরোয়া, সার্বিয়ার ডিজান পেটকোভিচ, পর্তুগালের ইউসেবিও, উরুগুয়ের সেবাস্তিয়ান আবরিউ ও জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার এখানে এসে পায়ের ছাপ দিয়ে গিয়েছেন। এবার মারাকানা মেসির অপেক্ষায়।

 

 

Previous articleবাড়ছে করোনা, ‘ভারত জোড়ো যাত্রা’ ‘বন্ধ’ করতে রাহুলকে চিঠি স্বাস্থ্যমন্ত্রীর
Next articleবছরের শুরুতেই মমতার জনসংযোগ কর্মসূচি