বড়দিনে বড় উপহার কলকাতা মেট্রোর, বেশি রাত অবধি মিলবে পরিষেবা

প্রতীকী ছবি

সামনেই বড়দিন। তার আগে সেজে উঠেছে পার্ক স্ট্রিট থেকে শুরু করে চিড়িয়াখানা সর্বত্র। ক্রিসমাসের সেলিব্রেশনে মেতে উঠবে ছোট বড় সকলেই। জনসাধারণের আনন্দে খামতি না রাখতে তৎপর কলকাতা মেট্রো।
আরও পড়ুন:বড়দিন ও নববর্ষের আগে সেজে উঠেছে দীঘা, চালু লোকাল ট্রেন পরিষেবা

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, নর্থ-সাউথ করিডরে রবিবার (২৫ ডিসেম্বর) মোট ২০৪ ট্রেন (আপ অভিমুখে ১০২ ট্রেন ও ডাউন অভিমুখে ১০২ ট্রেন) চলবে। এমনিতে রবিবার মোট ১৩০ ট্রেন চালানো হয়। ক্রিসমাস উপলক্ষ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। যেদিন মূলত পার্কস্ট্রিটে ভিড় উপচে পড়ে। সকাল ৭ টা ৫০ মিনিট থেকে রাত ১১ টা ৪৩ মিনিট পর্যন্ত পরিষেবা মিলবে।

ক্রিসমাসে প্রথম মেট্রোর সময়
১)কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
২)দমদম থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫০ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
৩)দমদম থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম মেট্রো: সকাল ৭ টা ৫৫ মিনিট (সকাল ৯ টার পরিবর্তে)।
৪)দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম মেট্রো: সকাল ৮ টা (সকাল ৯ টার পরিবর্তে)

ক্রিসমাসে শেষ মেট্রোর সময়
১)দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৩৮ মিনিট (রাত ৯ টা ২৮ মিনিটের পরিবর্তে)।
২)কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৪০ মিনিট (রাত ৯ টা ২৭ মিনিটের পরিবর্তে)।
৩)দমদম থেকে কবি সুভাষগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।
৪)কবি সুভাষ থেকে দমদমগামী শেষ মেট্রো: রাত ১০ টা ৫০ মিনিট (রাত ৯ টা ৪০ মিনিটের পরিবর্তে)।
কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, ২৫ ডিসেম্বর যে সময় যাত্রীদের ভিড় বাড়বে, সেই সময় আট মিনিটের ব্যবধানে মেট্রো চালানো হবে। অর্থাৎ দুপুর ১ টা ২০ মিনিট থেকে রাত ৯ টা ২০ মিনিট পর্যন্ত আট মিনিট অন্তর মেট্রো চলবে বলে জানানো হয়েছে।

Previous articleএবার প্রাইমারি টেটের OMR শিট স্ক্যান করে সংরক্ষণ, বিতর্ক এড়াতে সিদ্ধান্ত পর্ষদের
Next articleলালনকাণ্ডে সিআইডি তদন্ত বহালের নির্দেশ দিল হাই কোর্ট