বড় সাফল্য রাজ্যের, স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণদানের অঙ্ক ছাড়াল হাজার কোটি

অভাবনীয় সাফল্য পেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প। ইতিমধ্যেেই এই প্রকল্পের ঋণদানের পরিমাণ ১০০০ কোটি টাকা ছাপিয়ে গিয়েছে। সূত্রের খবর, জানুয়ারির মাঝামাঝিই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণপ্রাপকের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়ে যাবে।

বিধানসভা নির্বাচনের (Assembly Election) আগে তৃণমূল কংগ্রেসের ইস্তেহারে রাজ্যের পড়ুয়াদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থার প্রতিশ্রুতি দেওয়া হয়। নির্বাচনে জয়ের পরই পড়ুয়াদের জন্য ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ প্রকল্প চালু করে দেন মুখ্যমন্ত্রী। সরকারি তথ্য অনুযায়ী, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে গত আটমাসে এক হাজার ১০৫ কোটি টাকার ঋণ অনুমোদন হয়ে গিয়েছে। এই প্রকল্পে এখনও পর্যন্ত ৩৭ হাজার পড়ুয়া ঋণ পেয়েছেন। নবান্ন সূত্রে খবর, চলতি মাসেই আরও ২১ হাজার পড়ুয়া ঋণ পেতে চলেছেন। স্টু়েডেন্ট ক্রেডিট কার্ড থাকলে উচ্চ শিক্ষার জন্য ২ লাখ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পান পড়ুয়ারা। এই ঋণের গ্যারেন্টার রাজ্য সরকার নিজেই ।এছাড়া সুদের একটা বড় অংশ দেয় রাজ্য সরকার। ফলে অনেক কম সুদে ঋণ পাচ্ছেন পড়ুয়ারা।

আরও পড়ুন- রাজ্যের স্বার্থে দিল্লিতে একাই দরবার করবে তৃণমূল! শুভেন্দুর ‘ডিগবাজিতে’ পাল্টা শোভনদেব

Previous articleএমবাপেকে নিয়ে মার্টিনেজের ব‍্যবহারে ক্ষুব্ধ ফ্রান্স ফুটবল ফেডারেশন
Next articleপ্রথম ইনিংসে এগিয়ে ভারত, শতরান হাতছাড়া ঋষভ এবং শ্রেয়সের