Sunday, November 16, 2025

নন্দীগ্রামে বিরাট জয়ের পর মিছিল তৃণমূলের, সাতাশে ‘ধন্যবাদ সভা’

Date:

Share post:

নন্দীগ্রামে ২ এর ভেটুরিয়া সমবায় নির্বাচনে বড় জয় পেয়েছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। সেই জয়ের জন্য শনিবার সন্ধেয় নন্দীগ্রাম ২-কে ধন্যবাদ জানিয়ে বিরাট মিছিল করল নন্দীগ্রাম ১ ব্লক তৃণমূল কংগ্রেস। যাবতীয় কুৎসাকে উড়িয়ে মানুষ যে তৃণমূলের পাশেই আছে তা এদিন আরও একবার প্রমাণিত হল। এই লড়াইয়ে জয়ী হওয়ার জন্য মিছিল থেকে নেতা-কর্মীরা শুভেচ্ছা জানালেন নন্দীগ্রাম ২-কে।

নন্দীগ্রামের মানুষ এই নির্বাচনে এককাট্টা হবে আশীর্বাদ করেছেন তৃণমূলকে। বিজেপির কুৎসার রাজনীতি, ভয় দেখানোর রাজনীতির সামনে দাঁড়িয়ে তাঁরা লড়াই করেছেন। শুক্রবার, নন্দীগ্রামের ভেটুরিয়ায় সমবায় নির্বাচনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন কয়েকজন তৃণমূল কর্মী। আহত দলীয় কর্মীদের দেখতে শনিবার সকালে তমলুক মহকুমা হাসপাতালে যান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেখানে আহত কর্মীদের সঙ্গে দেখা করেন কুণাল। ওই অবস্থাতেও কর্মীরা এককাট্টা মনোভাব ধরে রেখেছেন। এক কর্মী বিছানায় শুয়ে কুণালকে বলেন, অপেক্ষায় আছি কবে ছাড়া পাবো। ছাড়া পেলেই আবার তৃণমূলের পতাকা নিয়ে নেমে পড়বো। কুণাল বলেন, বহিরাগতদের এনে সমবায়ের ভোটে গোলমাল পাকানোর চেষ্টা হয়েছিল। কিন্তু এককাট্টা কর্মীরা তারপরও দুরন্ত লড়াই করেছেন।

এরপর তমলুক জেলা তৃণমূল দফতরে জেলা নেতৃত্বকে নিয়ে সাংগঠনিক বৈঠক বসেন কুণাল ঘোষ। এছড়াও বৈঠকে ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি ডাঃ সৌমেন মহাপাত্র, নন্দীগ্রাম ১-এর সভাপতি বাপ্পাদিত্য গর্গ, নন্দীগ্রাম ২-এর সভাপতি অরুণাভ ভুঁইয়া। সেখানে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দলের তরফে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেন কুণাল। রবিবার বিজেপির হামলাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তারপর সোমবার থানার ওসির মাধ্যমে জেলা পুলিশ সুপারকে এ সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হবে। তারপর মঙ্গলবার ২৭ ডিসেম্বর ভেটুরিয়ায় নন্দীগ্রাম ২-এর মানুষকে ধন্যবাদজ্ঞাপক সভা করার সিদ্ধান্ত নিয়েছে দল। বিকেল তিনটের এই সভায় বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জয়প্রকাশ মজুমদার ও সৌমেন মহাপাত্র।

আরও পড়ুন- বিহারের ইটভাটায় ভয়াবহ বিস্ফোরণ! মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা, ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রীর দফতরের

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...