Monday, August 11, 2025

শতাব্দী প্রাচীন ইতিহাসের সাক্ষী ঝলমলে বড়দিনের বো ব্যারাক !

Date:

Share post:

রাত পোহালেই শীতকালের বড় উৎসব। আলোর মালায় সেজেছে গোটা কলকাতা (Kolkata)। আকর্ষণের কেন্দ্রবিন্দু অবশ্যই পার্ক স্ট্রিট (Park Street), তাই সেই রাস্তায় নিরাপত্তায় বিশেষ জোর রাজ্য সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্রিসমাস কার্নিভালকে (Christmas Carnival)ছড়িয়ে দিয়েছেন গোটা রাজ্যে। তবে কলকাতার বড়দিন মানেই বো ব্যারাকে (bow Barrack) বড়দিনের জমজমাটি উৎসবের মেজাজ। কোভিড (Covid 19) এসব অনুষ্ঠানে থাবা বসিয়েছিল। ফের হয়তো মাথাচাড়া দিয়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু বাকি সময়টাই বড়দিনের উৎসবের আনন্দে মিলিছে খুশির মেলায়। বিভিন্ন ধরনের চমক অপেক্ষা করছে এই বছরের বো ব্যারাকের বড়দিনের সেলিব্রেশনে।

স্পেশাল ফুড স্টলের (Food Stall) ব্যবস্থা করা হয়েছে বো ব্যারাকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন পার্ক স্ট্রিটের কার্নিভালের সঙ্গেই বো ব্যারাককে (Bow Barrack) সংযুক্ত করা হবে। সে কথার অন্যথা হয়নি। যারা চিরাচরিত ছন্দে এই জায়গাটাকে ক্রিসমাসের উৎসবের কদিন নাচতে গাইতে দেখেছেন তাদের জন্য ২০২২ এর সাজসজ্জা মন জয় করবেই। কলকাতার ইতিহাস বলছে চাঁদনি চক (Chandni chowk) মেট্রো স্টেশন (Kolkata Metro) থেকে বেরিয়ে, বউবাজার থানার (Bowbazar Police Station) পিছনের গলি দিয়ে খানিক এগোলেই সেই আয়তকার চাতাল। লাল ইটের পাঁজর নিয়ে প্রতি পরতে পরতে লুকিয়ে রয়েছে দীর্ঘ ৯০ বছরের ইতিহাস। শহরের ঐতিহাসিক ঘটনার তালিকায় চোখ রাখলে দেখা যায় প্রথম বিশ্বযুদ্ধের (First World War) আমলে আমেরিকান সৈন্যের (American Soldiers) জন্যই এই ব্যারাকের পত্তন। যুদ্ধের পর খালি ব্যারাকের পুরোটাই দখল করে নেন কলকাতার এক প্রাচীণ জনগোষ্ঠী। এক কথায় বলতে গেলে কলকাতার বুকে এক অন্য কলকাতা। আয়তকার এই চাতাল যে ডিসুজা, ডিরোজিও, ক্রিস্টোফার অগাস্টিনের মহল্লা। এখানে ৩২টি পরিবারের বসবাস। ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ, রং-বেরঙের বেলুন আর আলোর রোশনাই-এ সেজেছে এই মহল্লা। এবারে দশটি ফুড স্টল দেওয়া হয়েছে। সুরা রসের অপূর্ব স্বাদ পেতে ক্রিসমাসের আগে থেকেই এখানে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। ২৫ ডিসেম্বরের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা। দেদার খানাপিনার পাশাপাশি নাচে গানে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠান। পার্ক স্ট্রিট, সেন্ট পলস, ক্যাথিড্রালেও মতোই এখন এই বো-ব্যারাকও শহুরে বাসিন্দাদের অন্যতম ডেস্টিনেশন বড়দিনের মরশুমে।

 

spot_img

Related articles

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী

রাজ্য সরকারের নতুন কর্মসূচি ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’-এ এবার এলাকার নির্বাচিত মন্ত্রীদের উপস্থিতি বাধ্যতামূলক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।...

রবি মরশুমে পেঁয়াজ উৎপাদনে রেকর্ড রাজ্যের, আশা দাম কমার 

রাজ্যে এ বছর রবি মরশুমে পেঁয়াজ উৎপাদন ৭ লক্ষ টন ছাড়িয়েছে—যা এখন পর্যন্ত সর্বকালীন রেকর্ড। উৎপাদনের পাশাপাশি সংরক্ষণেও...

গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামো মজবুত করতে বড় পদক্ষেপ, ৬ হাজারের বেশি চিকিৎসক-নার্স নিয়োগে উদ্যোগ রাজ্যের

গ্রামীণ স্বাস্থ্য পরিষেবাকে (Health Service) আরও শক্তিশালী করতে রাজ্য সরকার ১,২০০-র বেশি সাধারণ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক (জিডিএমও) সহ প্রায়...

বুথে যান, ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি করুন: উত্তর দিনাজপুর-বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে নির্দেশ অভিষেকের

পূর্ব ঘোষণামতো সোমবার উত্তর দিনাজপুর ও বহরমপুর জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...