প্রাথমিকে চাকরি হারানো আরও ৮৮ শিক্ষকের হলফনামা পেশ হাইকোর্টে

আগামী সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের আবেদন শুনবেন

সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মতো আরও ৮৮ জন চাকরি হারানো প্রাথমিক শিক্ষক কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) হলফনামা জমা দিলেন ৷ এর আগে ৫৪ জন হলফনামা জমা দিয়েছিলেন ৷ তাঁদের মধ্যে ৫৩ জনের চাকরি বাতিল করার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) ৷ আগামী সপ্তাহে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁদের আবেদন শুনবেন।

প্রাথমিকে বেআইনি ভাবে চাকরি পাওয়ার অভিযোগে ওঠার পর বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ২৬৮ জন প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করা হয়েছে। এই ২৬৮ জনের আবেদন হাই কোর্টকে শুনতে বলেছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশ ছিল, হাই কোর্টে চাকরির বৈধতার প্রমাণ দিতে হবে এই ২৬৮ জনকে। সব দেখে শুনে হাইকোর্ট সম্মতি দিলে তবেই বহাল থাকবে চাকরি।

বেআইনি ভাবে চাকরি পেয়েছেন অভিযোগ রয়েছে, এমন অনেকে নির্দিষ্ট সময়ের মধ্যে আদালতে হলফনামা জমা দেননি। চাকরি বাতিল হওয়া ২৬৮ জনের মধ্যে ১২৬ জন শিক্ষক হাই কোর্টের দ্বারস্থ হননি।

 

 

Previous articleদলাই লামার সফরের মাঝেই গয়ায় চিনা গুপ্তচর, সতর্ক গোয়েন্দারা
Next articleস্টপেজ বাড়ল বন্দে ভারতের, মালদার পাশাপাশি থামবে বোলপুর-বারসোইয়েও