Sunday, December 14, 2025

তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের আগেই নন্দীগ্রামে শহিদ বেদী ভাঙলো বিজেপির দুষ্কৃতী বাহিনী

Date:

Share post:

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের(TMC) প্রতিষ্ঠা দিবস। তাই ৩১ ডিসেম্বর রাত ১২ টার পরে রাজ্যের বহু জায়গায় দলের জন্মদিন উদযাপন ও নানা অনুষ্ঠান করবে কর্মী সমর্থকরা। তার আগেই নন্দীগ্রামে(Nandigram) শহিদ বেদী ভাঙচুর করে তাণ্ডব চালালো বিজেপির(BJP) দুষ্কৃতী বাহিনী। এই ঘটনায় নন্দীগ্রাম জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শুক্রবার গভীর রাতে নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগরে অধিকারী পাড়ায় শহিদবেদী ভাঙচুরের সহ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে পদ্ম শিবিরের বিরুদ্ধে। পঞ্চায়েত নির্বাচন ক্রমশ এগিয়ে আসছে। তার ওপর নন্দীগ্রামের বহু আদি বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসে ইতিমধ্যে যোগদান করেছেন। আবার নন্দীগ্রাম সহ সারা পূর্ব মেদিনীপুর জেলার বহু সমবায় সমিতির নির্বাচনে সম্প্রতি গোহারা হেরেছে বিজেপি। বাম ও কংগ্রেসের সঙ্গে জোট করেও বিজেপি হালে পানি পাইনি। তাই নন্দীগ্রাম সহ জেলাজুড়ে বিজেপির পায়ের নিচের মাটি ক্রমশ সরে যাচ্ছে। একথা বিলক্ষণ বুঝেছে গেরুয়া শিবির। তাই পঞ্চায়েতের আগে নন্দীগ্রামে সন্ত্রাসের আবহ ও দাঙ্গার পরিস্থিতি তৈরি করতে চাইছে বিজেপি। সেই পরিকল্পনা বাস্তবায়িত করতেই নন্দীগ্রামে শুক্রবার রাতে শহিদ বেদী সহ তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকার উপর আক্রোশ দেখিয়েছে বিজেপি।

এই ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা তথা নন্দীগ্রাম ১ ব্লকের তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য বর্গ বলেন “শুক্রবার গভীর রাতে অধিকারী পাড়ায় যে শহিদবেদী রয়েছে, তার সিমেন্টের ঘেরা অংশ ভাঙচুর করে ফেলে দিয়ে গেছে বিজেপির গুন্ডাবাহিনী। শুধু তাই নয়, শহিদ বেদীর পাশে তৃণমূল কংগ্রেসের যে দলীয় পতাকা লাগানো ছিল, সেগুলোও ছিড়ে মাটিতে ফেলে দিয়ে গেছে সেই দুষ্কৃতীকারীরা। কারণ বিজেপি শহিদদের সম্মান দিতে জানে না। নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলন বিজেপি করেনি। তাই তাদের শহিদ বেদীর প্রতি তেমন কোনও আবেগ নেই।”

spot_img

Related articles

‘কাছে যবে ছিল’, উৎপল সিনহার কলম 

পাস থা বো তো কোই বাত না মানি উসকি অব লিয়ে ফিরতা হুঁ আঁখো মে নিশানি উসকি ( শায়ের : ডঃ সফি...

বল পায়ে মাঠে নামলেন, নিজামের শহরে সুপারহিট শতদ্রুহীন মেসি শো

একই দেশের দুই শহর। ব্যবধান মাত্র কয়েক ঘণ্টার। কলকাতায় যেখানে মেসির শো সুপার ফ্লুপ, তখন মেসি( Lionel Messi)...

লজ্জা! বিদেশি মিডিয়াতেও খবরের শিরোনামে যুবভারতীর বিশৃঙ্খলা, ভাঙচুর

শনিবার যুবভারতীতে মেসির(Messi) অনুষ্ঠানে শুধু জাতীয় নয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর ছিল। ফুটবলের মক্কায় বিশৃঙ্খলা খবর প্রকাশিত হয়েছে...

মুম্বইয়ে মেসির অপেক্ষায় এবার করিনা

মেসিকাণ্ডে বিক্ষুব্ধ কলকাতার দর্শক। চূড়ান্ত বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় আজ স্টেডিয়ামে। এরপরেই কলকাতা ছেড়ে মেসি হায়দরাবাদের উদ্দেশে রওনা...