Saturday, May 3, 2025

জেলা থেকে শহরে রেফার রোগ আটকাতে নতুন নিয়ম রাজ্য সরকারের

Date:

Share post:

কিছু হলেই জেলা হাসপাতাল থেকে সোজা কলকাতায় (Kolkata) রেফার করে দেওয়াটা যেন প্রত্যেক দিনের প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছিল। এই রোগ সারাতে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) নয়া দাওয়ায়। একটি নির্দেশিকা প্রকাশ কোন কোন ক্ষেত্রে রেফার করা যাবে তার স্পষ্ট নিয়ম তুলে ধরা হল হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের কাছে।

জেলা হাসপাতাল গুলো কোন কোন পরিষেবা দিতে বাধ্যতামূলক সে বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সেই তালিকায়। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর ডায়গনস্টিক থেকে শুরু করে মেডিসিন (Medicine), অর্থোপেডিক, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক-সহ সমস্ত বিভাগের ৩৭০টি পরিষেবার তালিকা তৈরি করেছে সেগুলিকে এসেনশিয়াল ক্যাটিগরিতে (Essential Catagory) রাখা হয়েছে স্বাস্থ্য দফতরের তালিকায়। এই পরিষেবাগুলির ক্ষেত্রে জেলা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা যাবে না। জেলা হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো না থাকলে সেক্ষেত্রে জেলার মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকে রেফার করা যেতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। একইসঙ্গে বলা হয়েছে, পরিষেবা দেওয়া সম্ভব না হলে, সেই সংক্রান্ত নথি প্রস্তুত রেখে রোগীকে রেফার করতে হবে।

এবার স্বাস্থ্য সাথী কার্ডের বিষয়েও আরও কড়া পদক্ষেপ করা হল রাজ্য সরকারের তরফে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রোগীর অস্ত্রোপচারের সময় অস্ত্রোপচার সম্ভব না হলে ৩৫% টাকা দেবে সরকার। অস্ত্রোপচার আংশিক হলে মিলবে ৫০% টাকা। অস্ত্রোপচার ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ এবং মোট প্যাকেজের মাত্র ৩০% দেওয়া হবে সরকারের তরফে। স্বাস্থ্য দফতরের নিয়মে বলা হয়েছে কিডনি ও গলব্লাডারের ক্ষেত্রে যদি পাথর পুরোপুরি না বের হয় তাহলে পাওয়া যাবে মাত্র ৬০% টাকা। অপারেশনের আগেই রোগী মারা গেলে মাত্র ২৫% টাকা পাবে হাসপাতাল। অপারেশন চলাকালীন রোগীর মৃত্যু হলে মিলবে অর্ধেক টাকা আর অপারেশনের ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে ৭০% টাকা পাবে হাসপাতাল। হাসপাতাল থেকে ছুটি পাবার আগে রোগী মারা গেলে মিলবে ৮৫% টাকা।

 

spot_img

Related articles

নাবালক ছাত্রকে নিয়ে পালালেন গুজরাটের শিক্ষিকা, ফিরতেই তিনি গর্ভবতী!

গুজরাটের সুরাটে এক নাবালককে অপহরণ করার অভিযোগ ওঠে তার শিক্ষিকার বিরুদ্ধে। পরিবারের অভিযোগ পেয়ে পুলিশ একটি বাস থেকে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩ মে (শনিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

জেলে যৌন নির্যাতনের শিকার ইমরান! রিপোর্ট ঘিরে শোরগোল

রাওয়ালপিণ্ডির আদিয়ালা জেল বন্দি প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আর সেখানেই না কি তিনি যৌন নির্যাতনের...

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...