Thursday, August 21, 2025

জেলা থেকে শহরে রেফার রোগ আটকাতে নতুন নিয়ম রাজ্য সরকারের

Date:

Share post:

কিছু হলেই জেলা হাসপাতাল থেকে সোজা কলকাতায় (Kolkata) রেফার করে দেওয়াটা যেন প্রত্যেক দিনের প্র্যাকটিস হয়ে দাঁড়িয়েছিল। এই রোগ সারাতে এবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) নয়া দাওয়ায়। একটি নির্দেশিকা প্রকাশ কোন কোন ক্ষেত্রে রেফার করা যাবে তার স্পষ্ট নিয়ম তুলে ধরা হল হাসপাতাল এবং স্বাস্থ্য কেন্দ্রের কাছে।

জেলা হাসপাতাল গুলো কোন কোন পরিষেবা দিতে বাধ্যতামূলক সে বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে সেই তালিকায়। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর ডায়গনস্টিক থেকে শুরু করে মেডিসিন (Medicine), অর্থোপেডিক, অপথ্যালমোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক-সহ সমস্ত বিভাগের ৩৭০টি পরিষেবার তালিকা তৈরি করেছে সেগুলিকে এসেনশিয়াল ক্যাটিগরিতে (Essential Catagory) রাখা হয়েছে স্বাস্থ্য দফতরের তালিকায়। এই পরিষেবাগুলির ক্ষেত্রে জেলা হাসপাতাল থেকে অন্যত্র রেফার করা যাবে না। জেলা হাসপাতালে চিকিৎসার পরিকাঠামো না থাকলে সেক্ষেত্রে জেলার মেডিক্যাল কলেজ বা কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে রোগীকে রেফার করা যেতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর। একইসঙ্গে বলা হয়েছে, পরিষেবা দেওয়া সম্ভব না হলে, সেই সংক্রান্ত নথি প্রস্তুত রেখে রোগীকে রেফার করতে হবে।

এবার স্বাস্থ্য সাথী কার্ডের বিষয়েও আরও কড়া পদক্ষেপ করা হল রাজ্য সরকারের তরফে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রোগীর অস্ত্রোপচারের সময় অস্ত্রোপচার সম্ভব না হলে ৩৫% টাকা দেবে সরকার। অস্ত্রোপচার আংশিক হলে মিলবে ৫০% টাকা। অস্ত্রোপচার ব্যর্থ হলে মিলবে ইমপ্ল্যান্টের খরচ এবং মোট প্যাকেজের মাত্র ৩০% দেওয়া হবে সরকারের তরফে। স্বাস্থ্য দফতরের নিয়মে বলা হয়েছে কিডনি ও গলব্লাডারের ক্ষেত্রে যদি পাথর পুরোপুরি না বের হয় তাহলে পাওয়া যাবে মাত্র ৬০% টাকা। অপারেশনের আগেই রোগী মারা গেলে মাত্র ২৫% টাকা পাবে হাসপাতাল। অপারেশন চলাকালীন রোগীর মৃত্যু হলে মিলবে অর্ধেক টাকা আর অপারেশনের ২৪ ঘণ্টার মধ্যে রোগী মারা গেলে ৭০% টাকা পাবে হাসপাতাল। হাসপাতাল থেকে ছুটি পাবার আগে রোগী মারা গেলে মিলবে ৮৫% টাকা।

 

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...