Sunday, November 9, 2025

বিতর্ক-গুজব পিলারে জড়িয়ে বাংলাদেশ সরকারের উন্নয়নের ‘শ্রেষ্ঠ বিজ্ঞাপন’ পদ্মা সেতু

Date:

Share post:

জয়িতা মৌলিক, ঢাকা, বাংলাদেশ

পদ্মার ইলিশ হোক বা পদ্মা নদীর মাঝি, ভূপেন হাজারিকার গান কিংবা জলবণ্টন চুক্তির আলোচনা- পদ্মার সঙ্গে বাঙালির নানা সেন্টিমেন্ট জড়িয়ে। এবার সেই পদ্মার উপর ব্রিজ। বাংলাদেশের গর্ব। আর আগামী নির্বাচনে শাসকদলের শ্রেষ্ঠ বিজ্ঞাপন। তবে, বিতর্ক আর গুজব এই ব্রিজের পিছু ছাড়েনি।

৬.১৫ কিলোমিটার এই ব্রিজ চলে গিয়েছে পদ্মার বুক চিরে। মোট পিলারের সংখ্যা ৪২টি। তৈরি করেছে মূলত চিনা সংস্থা। গত বছর ২৫ জুন এটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিজে ওঠার মুখেই ডান দিকে রয়েছে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুরাল। ঘন কুয়াশার কারণে বছরের এই সময়টা পদ্মা সেতুর আশপাশের দৃশ্যমানতা অত্যন্ত কম তবে স্পষ্ট দেখা গিয়েছে নানাচোর আর সেই চরে গড়ে উঠেছে বসতবাড়ি, সেনা ছাউনি থেকে শুরু করে বাগান। পদ্মা সেতুতে মাঝারি গাড়ির জন্য টোল ফি তেরশো টাকা। আর বাসের জন্য ৫০০০ টাকা।

আগামী নির্বাচনের এটাকেই উন্নয়নের শ্রেষ্ঠ নির্দশন বলে তুলে ধরতে চায় আওয়ামিলিগ। তবে, এর সাথে জড়িয়ে আছে বিতর্ক। বিএনপি-সহ অন্যান্য বিরোধীদের মতে, এই ব্রিজের কাজের বরাত নিয়ে বিস্তর দুর্নীতি হয়েছে। হয়েছে স্বজনপোষণ। শাসকদলের ঘনিষ্ঠরাই কাজের সুযোগ পেয়েছেন। এমনকী, নেতা-নেত্রীদের আত্মীয়রাও আছে তালিকায়। আর সেটি ঘিরেই হয়েছে দুর্নীতি। প্রচুর টাকা নয়ছয় হয়েছে।

তবে, এই কথা মানতে নারাজ শাসকদল আওয়ামি লিগ। তাদের মতে, বাংলাদেশের মাইলস্টোন পদ্মা সেতু। বিরোধীরা উন্নয়নের পরিপন্থী বলেই এই ধরনের বিতর্ক ছড়াচ্ছে।

তবে, শুধু বিতর্কই যে জড়িয়ে আছে তা নয়, পদ্মা সেতু তৈরির সময় থেকেই রটেছে বিভিন্ন গুজব। হঠাৎ করে রটে এই সেতু নির্মাণ করতে নাকি শ্রমিকদের মাথা লাগবে। ফলে শ্রমিক অপহরণ করা হচ্ছে! এই ভুয়ো খবর ছড়িয়ে পড়ায়, বিভিন্ন জায়গায় অনেক ভবঘুরে মানুষকে চোরধরা সন্দেহে মারধর করা হয়েছে। পাশাপাশি, কাজের জন্য শ্রমিকও পেতে অসুবিধা হয় নির্মাণকারী সংস্থার। শেষ পর্যন্ত সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে এই ভুয়ো খবর ছড়ানো থেকে মানুষকে আটকানো হয়েছিল। তবের এইসব সত্ত্বেও গাড়ি চলাচলের রাস্তা, রেললাইন, গ্যাস পাইপ লাইন- সব নিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে পদ্মা সেতু। ভাবটা এমন, “তার গায় লাগে না ধুলো (বিতর্ক)”।

আরও পড়ুন- কলকাতায় চাকরি, অথচ আবেদন করতে পারবেন না কোনও বাঙালি! ভাইরাল চাকরির বিজ্ঞাপন

 

 

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...