Monday, July 7, 2025

বিদেশ থেকে টাকা পাঠানোর খরচে কাটছাঁট! বড় সিদ্ধান্ত জি ২০-এর আর্থিক বিষয়ক কমিটির

Date:

Share post:

এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ কমানোর প্রতিশ্রুতি রক্ষায় জি ২০-এর (G 20) সদস্য দেশগুলি পুনরায় অঙ্গীকারবদ্ধ হয়েছে। বর্তমানে এই হার গড়ে ৬ শতাংশের মতো। তবে আগামী দিনে তা ৩ শতাংশে নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার কলকাতায় ৩ দিনের জি ২০-এর প্রথম গ্লোবাল পার্টনারশিপ ফর ফিনান্সিয়াল ইনক্লুসান (Global Partnership For Financial Inclusion) বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথাই জানালেন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপদেষ্টা চঞ্চল চাঁদ সরকার (Chanchal Chand Sarkar)।

এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের উপদেষ্টা বলেন, এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানোর খরচ বা রেমিটেন্স ফি (Remittance Fee) কমানো জি ২০ বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। এ ব্যাপারে আগেই সদস্য দেশগুলি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। আর সেই লক্ষ্যে এখনও পর্যন্ত কতটা এগোনো গিয়েছে তা এবারের বৈঠকে তা পর্যালোচনা করে দেখা হয়।

পাশাপাশি ব্যাঙ্কিং (Banking), বিমা (Insurance) সহ আর্থিক ক্ষেত্রে সুযোগসুবিধা সমাজের প্রান্তিকতম মানুষের কাছে কীভাবে পৌঁছে দেওয়া যায় সেদিকে কড়া নজর রাখা হচ্ছে। এছাড়াও ডিজিট্যাল অর্থনৈতিক পরিকাঠামোকে মজবুত করা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের মূলধন বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ বিষয়েও তিন দিনের বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান চঞ্চল চাঁদ সরকার।

এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পিআইবি-এর পূর্বাঞ্চলীয় মহা নির্দেশক ভূপেন্দ্র কান্থলা। জি-টোয়েন্টির বৈঠকের শেষ লগ্নে আগত ভিনদেশী অতিথিদের রাজ্য পর্যটন দফতরের উদ্যোগে ভিক্টোরিয়া মেমোরিয়াল চত্বরে কলকাতার মুখরোচক স্ট্রিট ফুড চেখে দেখানোর ব্যবস্থা করা হয়। ভিক্টোরিয়া মেমোরিয়াল (Victoria Memorial) হলের পাশের জমিতে স্ট্রিট ফুডের মোট ২০টি স্টল দেওয়া হয়।

 

 

spot_img

Related articles

গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ, সকাল থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি

বর্ষার সঙ্গী নিম্নচাপ, উত্তর থেকে দক্ষিণ আজ বঙ্গ জুড়ে সারাদিন নিম্নচাপের বৃষ্টিতে (Rain)কিছুটা নাকাল হতে হবে সাধারণ মানুষকে।...

ধর্ষণ কাণ্ডের ১২ দিন পর আজ খুলে গেল কসবা ল’কলেজ, শুরু ফর্ম ফিলআপ

দক্ষিণ কলকাতার আইন কলেজের (South Calcutta Law College) ক্যাম্পাসে ধর্ষণের ঘটনার পর কেটে গেছে দশ দিন। নিরাপত্তার কথা...

হিমাচলে হড়পা বানের দুর্যোগে জোরকদমে চলছে উদ্ধারকাজ, ধ্বংসস্তূপে আটকে অন্তত ৩০

হিমাচলের (Himachal Pradesh) প্রাকৃতিক দুর্যোগের জেরে বিধ্বস্ত জনজীবন। ফের বৃষ্টি বাড়ার পূর্বাভাস মৌসম ভবনের। হড়পা বানের (Flash Flood)...

মহাকাশ স্টেশনের ‘কুপলা’ থেকে পৃথিবী দর্শন শুভাংশুর

ভারতীয় মহাকাশ বিজ্ঞানে ইতিহাস তৈরি করে দু সপ্তাহের জন্য আন্তর্জাতিক স্পেস স্টেশনে (International Space Station) কাটানোর সুযোগ প্রাপ্ত...