ফের বিতর্ক: কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে BSF ক্যাম্পে আবাস যোজনার ফর্ম জমা!

ফের বিতর্কে BJP-র মন্ত্রী। এবার BSF ক্যাম্পে আবাস যোজনার ফর্ম জমা নেওয়ার অভিযোগ উঠল কেন্দ্রীয় পঞ্চায়েত প্রতিমন্ত্রী কপিল মোড়েশ্বর পাতিলের (Kapil Moreshwar Patil) বিরুদ্ধে। এমনকী, বিএসএফ ক্যাম্পে বসে আবাস যোজনা নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন তিনি। অভিযোগ, বৃহস্পতিবার, মালদহের ইংরেজবাজারের কেষ্টপুর বিএসএফ ক্যাম্পে যান কপিল। সেই ক্যাম্পে বসে তিনি আবাস যোজনার ফর্ম জমা নেন। এরপর কালিয়াচকের গোলাপগঞ্জ বিএসএফ ক্যাম্পেও যান তিনি। সেখানেও একই ঘটনার পুনরাবৃত্তি। প্রশ্ন উঠছে, কীভাবে একজন কেন্দ্রীয় মন্ত্রী বিএসএফ ক্যাম্পে বসে আবাস যোজনার ফর্ম জমা নিচ্ছেন!

শাসকদলরে অভিযোগ, রাজনীতি করতে কেন্দ্রীয় মন্ত্রী মালদহে এসেছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো কে গুরুত্ব দিচ্ছেন না। ডিএম, বিডিওদের না ডেকে বিএসএফ ক্যাম্পে বসে আবাস যোজনার ফর্ম জমা নিচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী- অভিযোগ রাজ্য তৃণমূলের (TMC) সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরীর। ফাঁদে পড়ে মন্ত্রী বলেন, আমি মানুষকে ডাকিনি।এলাকার মানুষ তাদের অভিযোগ জানাতে এসেছেন।


Previous articleবিশ্বভারতীর উপাচার্যের বিরুদ্ধে সরব নোয়াম চমস্কি থেকে অমর্ত্য-কন্যা, হস্তক্ষেপ চেয়ে চিঠি রাষ্ট্রপতিকে
Next articleকাউন্সিলরের হোটেল-বাড়ি রাতভর তল্লাশি, খালি হাতে ফিরল আয়কর বিভাগ