Friday, January 9, 2026

নজরে মেঘালয়! আজ মমতা-অভিষেকের মেগা সভা

Date:

Share post:

আজ বুধবার মেঘালয়ের গারো পাহাড়ের মেন্দিপাথারে প্রথম নির্বাচনী প্রচার সভা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। থাকবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। আলিপুরদুয়ারের হাসিমারা থেকে সরাসরি আসবেন গারোতে। নেত্রীর প্রচারসভাকে কেন্দ্র করে সবরকম প্রস্তুতি সারা। বেশ কয়েকদিন হল মেঘালয়ে ঘাঁটি গেড়ে রয়েছেন সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ১৫ জানুয়ারি থেকে রয়েছেন মন্ত্রী মানস ভুঁইয়াও।  ৬০ আসনের মেঘালয় বিধানসভার নির্বাচন হবে ফেব্রুয়ারিতেই। যে কোনওদিন নির্বাচনের ঘোষণা হয়ে যাবে। শাসক এনপিপি-বিজেপি জোট যেখানে এখনও প্রার্থীদের নামই ঠিক করে উঠতে পারেনি সেখানে অনেক আগেই তৃণমূল কংগ্রেস ৫২টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়ে মাঠে নেমে পড়েছে। আজ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভার মধ্যে দিয়ে মেঘালয়ে প্রচারে ঝড় তুলতে চলেছে। দলনেত্রীর সভাকে কেন্দ্র করে দলীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। মেঘের রাজ্যের কড়া ঠান্ডাতেও উপচে পড়বে মেন্দিপাথারের দিলমা আপাল প্লেগ্রাউন্ড। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও সভায় বলবেন ডাঃ মুকুল সাংমা, মেঘালয় তৃণমূল রাজ্য সভাপতি চার্লস পিনগ্রোপ ও মেন্দিপাথারের প্রার্থী পারদিনান্দ ডি শিরা। মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগে তুরায় এসেছেন সভা করতে।  স্বাভাবিক ভাবেই নেত্রীর কাছে এ এক নস্টালজিক মুহূর্ত।



আরও পড়ুন:মাঘের শুরুতেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস! ফের জাঁকিয়ে ঠান্ডা কবে?


গারো এলাকা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি বলেই পরিচিত। মেন্দিপাথারের তৃণমূল প্রার্থী পারদিনান্দ ডি শিরার এলাকাতেই আজকের সভা।  থাকবেন উত্তর গারো পাহাড়ের আরও চার প্রার্থীও।  দলনেত্রী ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রচার সভায় দলের সকল প্রার্থীদের জন্য ফলে খাসি – জয়ন্তীয়া থেকেও প্রার্থী,  নেতা –  কর্মীরা আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় বলবেন, কেন মেঘালয়বাসীর সার্বিক উন্নয়নের জন্য তৃণমূল কংগ্রেসকে দরকার। উই কার্ড ও মাই ই কার্ড মেঘালয়ে ব্যাপক সাড়া ফেলেছে মহিলা ও যুব সম্প্রদায়ের মধ্যে।  সবমিলিয়ে আজ মেঘালয়বাসী স্বাক্ষী হতে চলেছেন মেগা রাজনৈতিক ইভেন্টের।

 

spot_img

Related articles

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...

আজ মতুয়াগড়ে অভিষেক, রানাঘাটের রণসংকল্প সভার পর পুজো দেবেন ঠাকুরবাড়িতে 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার...

খুনের হুমকি পেলেন রাজ্যপাল বোস! বাড়ল লোকভবনের নিরাপত্তা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose)খুনের হুমকি! বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের মেল আইডিতে একটি মেসেজ আসে...