Monday, January 12, 2026

পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন শুভমান গিল

Date:

Share post:

পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন শুভমান গিল। হায়দরাবাদে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ২০৮ রানের ইনিংস খেলেছেন ডানহাতি এই ওপেনিং ব্যাটসম্যান। ৪৯তম ওভার শুরুর সময়ও ১৮২ রান অপরাজিত ছিলেন গিল। লকি ফার্গুসনকে টানা তিন ছক্কায় ২০০ পূর্ণ করেন তিনি। শেষ পর্যন্ত আউট হন হেনরি শিপলির বলে, ইনিংসের ৪ বল বাকি থাকতে। প্রথম ম্যাচে ভারত তুলেছে ৮ উইকেটে ৩৪৯ রান।
গিলের আগে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করেছেন শচীন টেন্ডুলকার, বীরেন্দর শেবাগ, রোহিত শর্মা ও ঈশান কিষান। সর্বশেষ গত ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে এ মাইলফলকে যান কিষান। সব মিলিয়ে গিলের ইনিংসটি ছেলেদের ওয়ানডেতে দশম ডাবল সেঞ্চুরি, রোহিত শর্মার একারই আছে তিনটি এমন ইনিংস।
গিল অবশ্য একটি জায়গায় সবার চেয়ে এগিয়ে। আজ তাঁর বয়স ২৩ বছর ১৩২ দিন। সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি, ছাড়িয়ে গেলেন কিষানকে। চট্টগ্রামে ডাবল সেঞ্চুরির দিন কিষানের বয়স ছিল ২৪ বছর ১৪৫ দিন।
ফিফটি করতে গিলের লেগেছিল ৫২ বল, এরপর সেঞ্চুরিতে যান মাত্র ৮৭ বলেই। ৪৩তম ওভারের চতুর্থ বলে মাইকেল ব্রেসওয়েলকে ছক্কা মেরে ১৫০ পূর্ণ করেন তিনি। অন্য প্রান্তে ওয়াশিংটন সুন্দরের পর শার্দূল ঠাকুরও ফিরে যান, ৪৭তম ওভার পর্যন্ত আর কোনো বাউন্ডারিই পাননি গিল। ইনিংসের ৩ ওভার বাকি থাকতেও ডাবল সেঞ্চুরি থেকে ৩১ রান দূরে দাঁড়িয়ে ছিলেন।
ব্লেয়ার টিকনারকে ৩ বলের মধ্যে ২ ছক্কা মেরে ডাবল সেঞ্চুরি নিয়ে আসেন নাগালের মধ্যে। ফার্গুসনকে মারা ছক্কার হ্যাটট্রিকে ডাবল সেঞ্চুরি পূর্ণ হয় ১৪৫ বলে। পরের ওভারে শিপলিকে আরেকটি ছক্কা মেরেছিলেন, যদিও আউট হন পরের বলেই। ইনিংসে গিল সব মিলিয়ে মেরেছেন ৯টি ছক্কা, সঙ্গে ছিল ১৯টি চার।গিল ডাবল সেঞ্চুরি করলেও আজ আর কোনো ভারতীয় ব্যাটসম্যান ফিফটিও করতে পারেননি। এর আগে ডাবল সেঞ্চুরি ইনিংসগুলোর মধ্যে এমন হয়েছিল শুধু মার্টিন গাপটিলের ক্ষেত্রে, সেবার দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেছিলেন রস টেলর। আজ গিলের পর ভারতের দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান করেছেন অধিনায়ক রোহিত শর্মা। গিল অংশ ছিলেন তিনটি ফিফটি জুটির—রোহিত, সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়ার সঙ্গে। সব মিলিয়ে গিল আজ একাই করেছেন ভারতের ৫৯.৭৭ শতাংশ রান। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে যেটি তৃতীয় সর্বোচ্চ।

spot_img

Related articles

সাত সকালে আগুন: বাঘাযতীন স্টেশন লাগোয়া আগুনে সাময়িক বিপর্যস্ত ট্রেন পরিষেবা

শীতের সকালে ফের আগুন আতঙ্ক শহরের রেলস্টেশন লাগোয়া এলাকায়। শিয়ালদহ দক্ষিণ শাখার বাঘাযতীন স্টেশন লাগোয়া দোকানগুলিতে আগুন (shop...

প্রয়াত সমীর পুততুণ্ড, আন্দোলনের ‘সঙ্গী’কে হারিয়ে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

মধ্যরাতে প্রয়াত পিডিএস নেতা সমীর পুততুণ্ড। দীর্ঘদিন রোগে শয্যাশায়ী ছিলেন তিনি। বাম আদর্শ নিয়ে রাজনীতি করলেও সিপিআইএম-এর (CPIM)...

আইন রক্ষায় নিহত বাবা, তাঁরই ছেলে প্রতারণায় জেলে!

দু’দশক আগে এক বর্ষবরণের রাতে তিলোত্তমার বিবেক জাগিয়ে দিয়েছিলেন তিনি। এক অপরিচিতা তরুণীর সম্মান বাঁচাতে মদ্যপ সহকর্মীদের সামনে...

IND vs NZ: নতুন বছরে বিরাটের ব্যাটিং বিক্রম, জয়ের মধ্যেও থাকল উদ্বেগের ছায়া

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে ৪ উইকেটে জিতল ভারত। ২০২৫ সালেযেখানে শেষ করেছিলেন ২০২৬ সাল সেখান থেকেই শুরু...