Saturday, January 31, 2026

ভোট ঘোষণা হতেই ‘অশান্ত’ ত্রিপুরা! তিপ্রা কর্মীকে কু*পিয়ে খু*ন, মিছিলে আহত কংগ্রেস নেতা

Date:

Share post:

ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরা (Tripura)। এবার তিপ্রা মথার (Tipra Motha) সদস্যকে কুপিয়ে খুন করল অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ত্রিপুরায়। অভিযোগের তির বিজেপি (BJP) আশ্রিত দুষ্কৃতীদের দিকে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন তিপ্রা নেতা প্রদ্যোৎ বিক্রম মাণিক্য দেববর্মা। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। অন্য দিকে, কংগ্রেসের মিছিলে হামলায় এআইসিসির (AICC) সাধারণ সম্পাদক অজয় কুমার সহ ১০ জন জখম হয়েছেন বলে খবর। ঘটনার জেরে উত্তেজনা তৈরি হয়েছে পশ্চিম ত্রিপুরায়।

ধলাইয়ের অতিরিক্ত পুলিশ সুপার বিন দেববর্মা জানিয়েছেন, বুধবার রাতে বামনতচেরা এলাকায় একটি গাড়িতে হামলা করে দুষ্কৃতীরা। ঘটনায় তিপ্রা কর্মী প্রণজিৎ নমশুদ্র (৪৪) গুরুতর আহত হন। পরে কুলাই হাসপাতালে নিয়ে গেলে তাঁকে ‘মৃত’ ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রনজিৎ নমঃশূদ্র সুরমা বিধানসভা কেন্দ্রের নেতা ছিলেন। তিনি সাতমাস আগে তিপ্রা দলে যোগদান করে দলীয় কাজকর্ম শুরু করেন। তিপ্রা দলের বিভিন্ন কর্মসূচিতে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল তাঁকে। বুধবার রাত ন’টা নাগাদ প্রনজিৎ তাঁর গাড়ি নিয়ে দুর্গা চৌমুহনি বাজার থেকে বামনছড়া পঞ্চায়েতের যোগেশ নমঃশুদ্রর পাড়ায় আসতেই হামলা চালায় সাত-আটজন দুষ্কৃতী। গাড়ি থামিয়ে ভাঙচুর করে প্রনজিৎকে দা দিয়ে কোপান হয়। পরে রাস্তায় ফেলে চম্পট দেয় দুষ্কৃতীরা।

অন্যদিকে কংগ্রেস-বিজেপি সংঘর্ষে আহত হয়েছেন কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ডঃ অজয় কুমার। মজলিশপুর বিধানসভা কেন্দ্রে মিছিল পৌঁছলে সেখানে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠে। ওই কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর অভিযোগ, এলাকা দখল করতে আসে বহিরাগত কংগ্রেসের দুর্বৃত্তরা। এসে প্রতিরোধের মুখে পড়ে তাঁরা। যদিও কংগ্রেস এই অভিযোগ অস্বীকার করেছে। বিজেপির কর্মীরা মিছিলের উপর হামলা চালায় বলে কংগ্রেসের অভিযোগ।

 

 

spot_img

Related articles

বিভ্রান্ত জারি পিসিবির, টি২০ বিশ্বকাপের আগে নয়া জটিলতায় আইসিসি

টি২০ বিশ্বকাপ ( ICC T20 World Cup) শুরু হতে বাকি মাত্র কয়েকদিন কিন্ত তার আগে জটিলতা কিছুতেই কাটছে...

IG পদে উন্নতির জন্য ফতোয়া: ২০১১ পরবর্তী ক্যাডারদের জন্য নতুন নিয়ম

কেন্দ্রে আইজি বা সমতুল পদে নিয়োগের ক্ষেত্রে আইপিএস আধিকারিকদের (IPS Officer) জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) নতুন...

ফাইনালে ধরাশায়ী সাবালেঙ্কা, বদলার সঙ্গে অস্ট্রেলিয়ান ওপেনের খেতাব জিতলেন রায়বাকিনা

বিশ্বকে চমকে দিলেন রায়বাকিনা৷ বিশ্বের এক নম্বরকে তিন সেটের লড়াইতে হারিয়ে দিয়ে জিতে নিলেন কেরিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন(Australian...

মহারাষ্ট্রের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ সুনেত্রা পাওয়ারের

মহারাষ্ট্রের রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। শনিবার রাজ্যের প্রথম মহিলা উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুনেত্রা পাওয়ার (Sunetra...