৩০ বছর পর বিরল তিথি, ‘ খপ্পর যোগে ‘ শুভ সংকেত শনিবারে

জ্যোতিষ শাস্ত্র মতে এই শনিবার খপ্পর যোগে একাধিক রাশির উপর শুভ প্রভাব তৈরি হতে চলেছে।লক্ষ লক্ষ ভক্তমানুষ এদিন গঙ্গায় স্নান করেন।

পঞ্জিকা মতে মৌনী অমাবস্যা (Amabasya) বা মাঘী তিথির একটা বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে গঙ্গা স্নানে (Holi Bath) পাপ ক্ষয় হয়। এই তিথিতে স্নান ও দানের মাধ্যমে মনষ্কামনা পূরণ হয় বলে মনে করেন সাত্ত্বিক মানুষেরা মনে করেন। প্রায় ৩০ বছর পর আজ শনিবার অর্থাৎ ২১ জানুয়ারি ২০২৩ – এই ফিরে এলো সেই অভূতপূর্ব ‘খপ্পর যোগ’ (Khappar Yog)। এই যোগ শনির শুভ প্রভাব বাড়িয়ে দেবে। মকর রাশিতে সূর্য ও শুক্রের মিলনের ফলে এই বিরল যোগ সৃষ্টির সাক্ষী হবেন আজ।

জ্যোতিষ শাস্ত্র মতে এই শনিবার খপ্পর যোগে একাধিক রাশির উপর শুভ প্রভাব তৈরি হতে চলেছে।লক্ষ লক্ষ ভক্তমানুষ এদিন গঙ্গায় স্নান করেন। মেষ রাশির জাতকদের আজ শনিবার ধনলাভের প্রবল যোগ রয়েছে । সম্পত্তি আর অর্থপ্রাপ্তির পাশাপাশি মীন রাশির জাতক জাতিকাদের চাকরির জন্য এই দিনটি শুভ। ধনু রাশির জাতকদের ব্যবসায় লাভ হবে এই দিন। খপ্পর যোগের জেরে সিংহ রাশির জাতকদের ভাগ্যোদয় ঘটবে।

Previous articleউত্তর কলকাতায় ‘আড্ডা’ নিয়ে সরগরম তৃণমূল
Next articleবিজেপির বৈঠকে কেন্দ্রীয় নেতাদের সামনে মমতার লড়াই-আন্দোলনের প্রশংসায় শুভেন্দু!