Thursday, July 3, 2025

পাহাড়ে ফের গোর্খাল্যান্ড দাবি! গুরুংয়ের সঙ্গে একমঞ্চে বিনয় তামাং-অজয় এডওয়ার্ড

Date:

Share post:

পাহাড়ের রাজনীতিতে ফের উঁকি মারছে নতুন সমীকরণ।আবারও পৃথক গোর্খাল্যান্ডের দাবি উঠছে। যাকে কেন্দ্র করে অশান্তির আগুন জ্বলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ইস্যুতে নতুন করে হাত মেলাতে পারেন বিমল গুরুং, বিনয় তামাং, অজয় এডওয়ার্ডরা। অর্থাৎ, ক্ষমতা হাতছাড়া হওয়ার পর ফের বিচ্ছিন্নতাবাদ মাথাচাড়া দিচ্ছে দার্জিলিংয়ে। রাজনৈতিক মহলে জোর জল্পনা, বিমল গুরুং গোর্খাল্যান্ড-এর ইস্যুতে শুরু থেকে সরব। এবার দার্জিলিং পুরসভার ক্ষমতা হারিয়ে হামরো পার্টির অজয় এডওয়ার্ড ও বিনয় তামাংয়েরও তাঁর সঙ্গে সুর মেলাচ্ছেন। বিনয় তামাংয়ের এমন ভূমিকাকে ভালভাবে দেখছে না রাজ্যের শাসক দল তৃণমূল।

গতকাল, সোমবার নেতাজির জয়ন্তীতে কালিম্পংয়ে এক জনসভার আয়োজন করেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। সেখানেই একমঞ্চে দেখা যায় বিমল গুরুং, বিনয় তামাং, অজয় এডওয়ার্ডদের। যেখানে বক্তব্য রাখার সময় সকলের গলাতেই একসুর, উন্নয়নের স্বার্থে পৃথক গোর্খাল্যান্ডের দাবি।

তবে পাহাড়ের পৃথক তিন রাজনৈতিক দলের নেতারা একজোট হলেও আলাদা গোর্খাল্যান্ডের দাবি যে কোনওভাবেই মাথাচাড়া দিতে পারবে না, তা কড়া ভাষায় বুঝিয়ে দিয়েছেন পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত তৃণমূল নেতা তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। শিলিগুড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “এরকম আন্দোলন হতেই পারে। তবে বাংলাকে পৃথিবীর কোনও শক্তি ভাগ করতে পারবে না। বাংলা অটুট রাখাই আমাদের দায়িত্ব।” বিনয় তামাং প্রসঙ্গে বলেন, “দলের উর্ধে কেউ নয়। যারা দলের নীতি থেকে বিচ্যুত হবে তাদের বিরুদ্ধেই দল ব্যবস্থা নেবে। তবে বিনয় তামাং লিখিত কিছু জানায়নি দলকে।”

spot_img

Related articles

ইংল্যান্ডের মাটিতে বিধ্বংসী ইনিংসে ইতিহাস তৈরি বৈভবের

ইংল্যান্ডের মাটিতে একদিকে যখন ভারতীয় সিনিয়র দলের ব্যাটারদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছেন ব্রিটিশ বোলাররা। সেই সময়ই অন্যদিকে ১৪...

শুভমনের সেঞ্চুরিতে বড় রানের আশায় ভারত

শুভমন গিলের (Shubman Gill) দাপুটে ইনিংসে ভর করে প্রথম দিনের শেষে ভালো জায়গাতেই ভারতীয় দল। যশস্বী জয়সওয়াল (Yashasvi...

অ্যাপ ক্যাব ভাড়ায় দ্বিগুণ বৃদ্ধির ছাড়পত্র, কেন্দ্রের নতুন নির্দেশিকায় চিন্তায় যাত্রীরা

অ্যাপ ক্যাব সংস্থাগুলির ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে বড়সড় ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। 'মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫' নামের নতুন...

ফের সীমান্তে বিএসএফের গুলি! মৃত্যু অজ্ঞাতপরিচয় ব্যক্তির

ফের সীমান্তে গুলির শব্দ, ফের প্রাণ গেল এক যুবকের। মঙ্গলবার গভীর রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের গেদে হালদারপাড়ায়...