ভারতীয় ক্রিকেট দলে চলছে বিয়ের মরশুম। কে এল রাহুলের পর এবার সাতপাকে বাঁধা পরলেন টিম ইন্ডিয়ার অলরাউন্ডার অক্ষর প্যাটেল। দীর্ঘদিনের বান্ধবী মেহা প্যাটেলকে বিয়ে করলেন তিনি। একেবারে ঘরোয়া পরিবেশে পরিবারের আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ লোকেদের মাঝেই জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলে অক্ষর।

Best moment in life☺#MehaandAxar #AxarPatel #MehaPatel #AxarPatelWedding pic.twitter.com/C68pOaBvQY
— Meha Patel (@Meha2026) January 27, 2023
বৃহস্পতিবার গুজরাতের ভাদোদারায় বসেছিল বিয়ের আসর। তাঁর বিয়ের সব ছবি ও ভিডিও এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। বিয়ের অনুষ্ঠানে দুজনেই রং-এর সামঞ্জস্য রেখে পোশাক পরেছিলেন। গতবছরই বাগদান পর্ব সেরে রেখে ছিলেন তাঁরা। অক্ষর প্যাটেলের বিয়েতে দেখা গিয়ে মহম্মদ কাইফ, জয়দেব উনাদকাটদের।
Thank You Kaif Bhaai for coming my wedding #MehaandAxar #AxarPatel #MehaPatel #AxarPatelWedding pic.twitter.com/TSF4ZPhsZs
— Meha Patel (@Meha2026) January 27, 2023
Thank you everyone #AxarPatel #MehaPatel #AxarPatelWedding pic.twitter.com/cDucq1Pg46
— Meha Patel (@Meha2026) January 27, 2023