আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের মেডিক্যাল কলেজে আসন বাড়ছে ৬০৬ টি

রাজ্যের একাধিক মেডিক্যাল কলেজে প্রায় ৬০০-র বেশি আসন বাড়তে চলেছে।এই তালিকায় আছে , কলেজ অফ মেডিসিন অ্যান্ড সাগরদত্ত হাসপাতাল, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ, মালদহ মেডিক্যাল কলেজে আসন বৃদ্ধ হচ্ছে। ডায়মন্ডহারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ, কোচবিহার মেডিক্যাল কলেজেও ওই আসন বাড়ছে।মেডিক্যালে স্নাতকোত্তরে ৬০৬টি আসন বাড়তে চলেছে।

আরও পড়ুনঃ অস্ট্রেলিয়ান ওপেনে নতুন রানি আরিনা সাবালেঙ্কা

বর্তমানে এই রাজ্যে মেডিক্যালে স্নাতকোত্তের আসন সংখ্যা রয়েছে ১৯৪০টি। ৩১ শতাংশ বেড়ে তা হচ্ছে ২৫৪৬। সম্প্রতি কেন্দ্রের তরফে রাজ্যকে চিঠি দিয়ে এই আসন সংখ্যা বাড়ানোর কথা জানানো হয়েছে। আসন বৃদ্ধির জন্য অতিরিক্ত ৭০০ কোটির বেশি টাকা খরচ হবে। যার ৬০ শতাংশ টাকা দেবে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার দেবে বাকি ৪০ শতাংশ টাকা। আগামী শিক্ষাবর্ষ থেকেই ওই বাড়তি আসনে পঠঢন পাঠন শুরু হবে। তাতে ২০ টি স্পেশ্যাল কোর্স পড়ানো হবে। এমার্জেন্সি মেডিসিনের মতো কিছু কোর্স খুলে একাধিক মেডিক্যাল কলেজকে ওই নতুন আসনে ভর্তি নিতে হবে। পশ্চিমবঙ্গে ২৩টি সরকারি মেডিক্যাল কলেজ রয়েছে।
এই আসন সংখ্যা বাড়ার ফলে ডাক্তারি পড়ুয়ারা নিজের রাজ্যেই এমএস বা এমডি করার সুযোগ পাবেন। উপকৃত হবেন রোগীরাও। পড়াশোনা চলাকালীনই ওই ডাক্তারি পড়ুয়ারা ইন্টার্নশিপ করেন হাসপাতালগুলিতে।

Previous articleশিক্ষা খাতে রাজ্যের প্রাপ্য মেটাল কেন্দ্র
Next articleমিড ডে মিল পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসছে প্রতিনিধিদল