ফের মালদহে উদ্ধার ৩৩ লক্ষ নগদ, শ্যালকের টাকা রেখে জালে ২ ভগ্নিপতি

উদ্ধার হয় নগদ ৩৩ লক্ষ টাকারও বেশি। জসিমউদ্দিন ও রবিউলকে জেরা করে রাজুর খোঁজ পেতে চাইছে পুলিশ।

ফের মালদহ (Maldah) থেকে উদ্ধার লক্ষ লক্ষ টাকা। মা*দক পাচারের জন্য ওই টাকা জমা ছিল বলে অভিযোগ। ঘটনায় গ্রেফতার ২। মা*দক বিরোধী আইনে তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে, কালিয়াচকের মোজামপুরে একটি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ (Police)। সেখান থেকে ৩৩ লক্ষ ৩ হাজার ১০০ টাকা উদ্ধার হয়। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, এই টাকা আসলে রাজু ওরফে ইব্রাহিমের। তিনি সম্পর্কে ধৃত জসিমউদ্দিন ওরফে আলম ও রবিউল ওরফে রব্বির শ্যালক। তিনি কালিয়াচকের (Kaliachak) শ্রীরামপুরের বাসিন্দা। রাজু মাদক পাচারকারী বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, মাদক নিয়ে রাজু রাখতেন দুই শ্যালকে বাড়ি। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় কালিয়াচক থানার পুলিশ। উদ্ধার হয় নগদ ৩৩ লক্ষ টাকারও বেশি। জসিমউদ্দিন ও রবিউলকে জেরা করে রাজুর খোঁজ পেতে চাইছে পুলিশ।

Previous articleআদানি ইস্যুতে সরকারের উপর চাপ বাড়িয়ে সংসদে এককাট্টা বিরোধীরা
Next articleকেন্দ্রের দেওয়া চ্যালেঞ্জের মোক্ষম জবাব! আবাস যোজনায় বড় সাফল্য বাংলার