রঞ্জি ট্রফির তৃতীয় দিনের শেষে বোলারদের দাপটে চালকের আসনে বাংলা

তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৩২৮ রানে শেষ করে বাংলা। প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নেয় বঙ্গ ব্রিগেড।

রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে তৃতীয় দিনের শেষে বোলারদের দাপটে চালকের আসনে বাংলা। দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ঝাড়খণ্ডের রান সংখ‍্যা ১৬২। বাংলার থেকে মাত্র ৭ রানে এগিয়ে তারা। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন আকাশ দীপ, আকাশ ঘটক এবং শাহবাজ আহমেদ।

তৃতীয় দিনে প্রথম ইনিংসে ৩২৮ রানে শেষ করে বাংলা। প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড নেয় বঙ্গ ব্রিগেড। পিছিয়ে থেকে খেলতে নেমে শুরুতেই ধাক্কা খায় ঝাড়খণ্ড। শূন‍্য রান করেন দিওবার্ট। ৬৪ রান করেন আরিয়ামান সেন। ৪০ রান করেন অনুকুল রায়। ২৯ রান করেন বিরাট সিং। ঝাড়খণ্ডের হয়ে ক্রিজে রয়েছেন সুপ্রিয় চক্রবর্তী এবং নাদিম। বাংলার হয়ে দুটি করে উইকেট নেন আকাশ দীপ, আকাশ ঘটক এবং শাহবাজ আহমেদ। একটি উইকেট নেন ঈশান পোড়েল। বাংলার লক্ষ‍্য চতুর্থ দিনে শুরুতেই ঝাড়খণ্ডের ইনিংস শেষ করতে।

আরও পড়ুন:শুভমনের খেলায় মুগ্ধ বিরাট, দিলেন বিশেষ বার্তা


Previous articleউনি সাক্ষী হোন, বইমেলায় প্রকাশ হোক “অভিজিৎ রচনাবলী”, বিচারপতিকে বেনজির আ*ক্রমণ কুণালের
Next articleব্যাংককের বায়ুদূষণে কমছে দৃশ্যমানতা, বিপদের আশ*ঙ্কায় প্রমাদ গুনছে ‘হু’ !