Ganga Vilas Enters Bangladesh: বাংলাদেশে পৌঁছাল ভারতের ‘গঙ্গা বিলাস’

খায়রুল আলম, ঢাকা

বারাণসী থেকে ২২ দিন আগে রওনা করিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গভীর রাতে বাংলাদেশের (Bangladesh) জলসীমায় প্রবেশ করে গঙ্গা বিলাস (Ganga Vilas)। শনিবার দুপুর আড়াইটায় বাগেরহাটের মোংলা বন্দরে প্রবেশ করে এই জাহাজ। জানানো হয় সাদর অভ্যর্থনা।

জাহাজটিকে স্বাগত ও পর্যটকদের অভ্যর্থনা জানান নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বাংলাদেশ আর ভারতের সম্পর্ক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রক্ত দিয়ে তৈরি করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সম্পর্কটা অন্যরকম উচ্চতায় চলে গেছে। তিনি আরও বলেন, গঙ্গা বিলাস বাংলাদেশের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত দিয়ে চলে যাবে। এতে শুধু জাহাজই যাবে না, আমাদের বন্ধুত্ব ছড়িয়ে বর্ণিল করে দিয়ে যাবে।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলী, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ নৌপরিবহন ও মোংলা বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরও পড়ুন- School Uniform: স্কুল ইউনিফর্ম পেতে চলেছে রাজ্যের ১ কোটি ১০ লক্ষ পড়ুয়া

Previous articleSchool Uniform: স্কুল ইউনিফর্ম পেতে চলেছে রাজ্যের ১ কোটি ১০ লক্ষ পড়ুয়া
Next articleজীবনের শ্রেষ্ঠ জনসভা! কেশপুরে ব্রিগেডের মতো বড় সভা দেখে মন্তব্য অভিষেকের