নিজস্ব ছন্দে ‘উদিচী’র বার্ষিক মিলন উৎসব জমজমাট

লোকসংস্কৃতি ভবনে সৃজনশীল নৃত্যের তাল লয় ছন্দে মাতলেন শ্রোতা ও দর্শকরা।

করোনা মহামারির প্রবল পরাক্রম থেকে মুক্ত হয়ে আবার নিজস্ব ছন্দে স্পন্দিত হয়ে উঠেছে জীবন। সেই গতিময়তাকে উদযাপন করতেই ৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় আনন্দঘন আয়োজনে অনুষ্ঠিত হলো ‘উদিচী’র বার্ষিক মিলন উৎসব।

পানিহাটি লোকসংস্কৃতি ভবনে সৃজনশীল নৃত্যের তাল লয় ছন্দে মাতলেন শ্রোতা ও দর্শকরা।
সংস্থার প্রধান অর্পিতা ঘোষালের পরিচালনায় এবং সহ শিক্ষক শিবাজী ঘোষের প্রচেষ্টায় সংস্থার ছাত্র ছাত্রীদের একের পর এক উপস্থাপনা নজর কাড়ল সবার। কী ছিল না সেই উপস্থাপনায় ? ওড়িশি মঙ্গলচরণ, গণেশ বন্দনা, কত্থক ফিউশন, গঙ্গা স্তোত্র , সরস্বতী বন্দনা এবং লোকনৃত্যের সম্ভার।
মহাভারতের অন্যতম বিতর্কিত চরিত্র দ্রৌপদীর বিভিন্ন মুহূর্তের চিত্র শৈলী নিখুঁত দক্ষতায় নৃত্যের মাধ্যমে উপস্থাপিত করলেন অর্পিতা ঘোষাল।‌ তাকে সমান তালে সঙ্গত করলেন সংস্থার শিক্ষার্থীরা। অর্পিতা ঘোষালের অনবদ্য উপস্থাপনা মন ছুঁয়ে গেল উপস্থিত সকলের।
‘উদিচী’র এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সবাই।

 

Previous articleছুটির দিনে বাতিল হাওড়া- বর্ধমান শাখার সমস্ত লোকাল ট্রেন
Next articleউত্তরপ্রদেশে বচসার জেরে কাকাকে পি*টিয়ে খু*ন ভাইপোর! গ্রেফতার অভিযুক্ত