সন্তোষ ট্রফির মূলপর্বের প্রথম ম্যাচেই আটকে গেল বাংলা। শনিবার ভুবনেশ্বরে দিল্লির সঙ্গে ২-২ গোলে ড্র করল বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। বাংলার হয়ে জোড়া গোল অধিনায়ক নরহরি শ্রেষ্ঠার।

এদিন ম্যাচের ৯ মিনিটের মাথায় নীরজ ভান্ডারির গোলে এগিয়ে যায় দিল্লি। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে পারেনি বঙ্গ ব্রিগেড। যার ফলে প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-০। ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় বিশ্বজিৎ ভট্টাচার্যের দল। ম্যাচের ৫০ মিনিটে বাংলাকে সমতায় ফেরান অধিনায়ক নরহরি শ্রেষ্ঠা। এরপর ৬১ মিনিটে নরহরি ফের গোলে ২-১ গোলে এগিয়ে যায় বাংলা। কিন্তু এই ব্যবধান বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বঙ্গ ব্রিগেড। ম্যাচের ৭২ মিনিটে দিল্লির হয়ে ২-২ করেন গৌরব রাওয়াত।

প্রথম ম্যাচে দিল্লির কাছে আটকে যাওয়ায় বাংলা শিবিরে তৈরি হল চাপ। এমনিতেই এই গ্রুপকে ‘ডেথ অফ গ্রুপ’ বলা হচ্ছে। এই গ্রুপেই আছে সার্ভিসেস, রেল, মনিপুরের মতো শক্তিশালী দল। আগামী সোমবার সকাল ৯ টায় বাংলা দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে। প্রতিপক্ষ শক্তিশালী সার্ভিসেস।

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে ভারতের প্রথম ইনিংস শেষ ৪০০ রানে, নাগপুরে অনন্য নজির শামির