ভালবাসা (Love) শব্দটার সঙ্গে শুধুই কি শারীরিক চাহিদা জড়িয়ে আছে? তরুণ প্রজন্মের বর্তমান ভাবনা চিন্তায় যৌ*নতার প্রভাব পড়লেও বাস্তবের গল্পটা একমুখী নয়। পরিচালক জয়প্রকাশ রাধাকৃষ্ণন (Jayaprakash Radhakrishnan) তাঁর নতুন ছবির পোস্টারে সেই বার্তা ছড়িয়ে দিয়েছেন।ভালবাসার দিনে প্রকাশ্যে এসেছে ‘কধাল এনবধূ পধু উদামাই’ (Kaadhal Enbadhu Padhu Udhamai) পোস্টার যা নিয়ে তুমুল বিতর্ক বিনো দুনিয়ায়।

First Look Poster of #KaadhalEnbadhuPodhuUdamai 💕🦋#LoveIsForAll #KEPUFirstLook
From The makers of #TheGreatIndianKitchen @jeobaby @JPtheactor @subhaskaar @nobinkurian @jose_lijomol @danivcharles @srkalesh @anuv_prabhu @srkalesh@sreesaravanandp@RajeshSaseendr1 @pro_guna pic.twitter.com/f1QEvbhpWP
— Guna (@pro_guna) February 14, 2023
নতুন ছবির পোস্টারে দুই হৃদয়ের অনুভূতির বার্তা দিলেন পরিচালক। প্রেম সেখানে বিপরীত লি*ঙ্গকে গুরুত্ব দেয় নি। পোস্টার বলছে সাদা পোশাক পরা দুই নারী প্রেমের উষ্ণ লাল চাদরে পরস্পরের প্রেমে মগ্ন। মিলনের আগের মুহূর্ত যেন স্বর্গীয় অনুভবে ধরা দিয়েছে এই দৃশ্যায়নে। সমলি*ঙ্গের প্রেমের বার্তা দিলেন জয়প্রকাশ?

নিঃসন্দেহে, এটি ভালবাসার গল্প বলবে জানিয়ে দিলেন পরিচালক জয়প্রকাশ রাধাকৃষ্ণন । অভিনেত্রী লিজোমোল এবং অনুষা প্রভু পোস্টারে অন্ত*রঙ্গ প্রেমঘন মুহূর্তে দেখা দিয়েছেন। গল্প হয়তো খানিকটা আঁচ করা গেছে তাতেই। চলতি বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘কধাল এনবধূ পধু উদামাই’।
