হিজবুলের অন্যতম মাথা ভারতের ‘মোস্ট ওয়ান্টেড’ বশির আহমেদ খুন পাকিস্তানে

পাকিস্তানে(Pakistan) খুন হলেন হিজবুল মুজাহিদিন(Hijbul Mujahidin) জঙ্গি গোষ্ঠীর তৃতীয় মাথা বশির আহমেদ পীর(Bashir Ahmed Pir)। মাত্র ৫ মাস আগে ভারত সরকারের তরফে মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসবাদী ঘোষণা করা হয়েছিল বশির আহমেদ পীর ওরফে ইমতিয়াজ আলমকে(Imtiaz Alam)। সোমবার সন্ধ্যায় পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে গুলিতে খুন হলেন এই জঙ্গি নেতা। এই বশিরই ভারতের নানা জায়গায় নাশকতার ছক কষছে বলে সতর্ক করেছিল দেশের গোয়েন্দা সংস্থাগুলি। এরই মাঝে বশিরের মৃত্যুর খবর যে ভারতের জন্য স্বস্তির তা বলার অপেক্ষা রাখে না।

পাক সংবাদমাধ্যম সূত্রের খবর, সোমবার সন্ধ্যেবেলা ইসলামাবাদের রাওয়ালপিণ্ডির একটি দোকানের বাইরে দাঁড়িয়ে ছিলেন বশির। সেই সময় পয়েন্ট ব্ল্যাক রেঞ্জ থেকে গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তাঁকে। কাশ্মীরে বহু সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ রয়েছে বশিরের বিরুদ্ধে। উল্লেখ্য, ২০০০ সাল থেকেই জঙ্গি কার্যকলাপে যুক্ত ছিল বশির। হিজবুল জঙ্গিদের তৃতীয় শীর্ষনেতা বলে পরিচিত এই জঙ্গিনেতার কাজ ছিল হিজবুলের নেটওয়ার্ককে আরও ছড়িয়ে দেওয়া। ভারত থেকে তরুণদের মগজ ধোলাই করে জঙ্গি দলে নিয়ে আসাও ছিল বশিরের কাজ। তাছাড়া অস্ত্রশস্ত্র সরবরাহ করা, ফান্ড জোগাড় করা ইত্যাদি দায়িত্বও সামল দিত বশির। দেশের হিজবুল সংগঠনের পরিচালনাও করত এই জঙ্গি নেতা। গত বছর বশিরকে মোস্ট ওয়ান্টেড জঙ্গি হিসেবে ঘোষণা করে দিল্লি। এরপর ভারতীয় গোয়েন্দাদের হাত এড়িয়ে বশির নিজের কাশ্মীরের বাড়ি ছেড়ে পাকিস্তানে গিয়ে থাকতে শুরু করে। জানা যায়, হিজবুল মুজাহিদিন জঙ্গি গোষ্ঠীর তৃতীয় শীর্ষ নেতা বলে পরিচিত বশির ওরফে ইমতিয়াজ আলম।

Previous articleমধ্যরাতে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর, অগণিত মানুষের ভিড়
Next articleসরকারি সম্পত্তি নষ্ট আটকাতে কড়া পদক্ষেপ রাজ্যে, বিধানসভায় পেশ সংশোধনী