জঙ্গি হামলার হুমকি, নিরাপত্তা বাড়ল বাংলাদেশ বইমেলায়

বাংলাদেশ বইমেলায়(Bangladesh Book Fair) জঙ্গি হামলার হুমকি দিল। সেদেশের কুখ্যাত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম(Ansar al islam)। বাংলাদেশের বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদাকে চিঠি পাঠানো জঙ্গি সংগঠনের তরফে। যেখানে লেখা ছিল বোমা হামলা চালানো হবে বইমেলা ও বাংলাদেশ পুলিশের সদর দফতরে। মাওলানা মো. সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সই রয়েছে চিঠিতে। এই ঘটনায় ওই অঞ্চলের নিরাপত্তা ব্যাপক বাড়ানো হলেও, এই চিঠিকে উড়ো চিঠি বলেই মনে করছে বাংলাদেশ গোয়েন্দা বিভাগ। এই ঘটনা প্রসঙ্গে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর তরফে জানানো হয়েছে, চিঠি দিয়ে নিকট অতীতে জঙ্গি হামলা ও বোমা হামলার কোন নজির নেই। যদিও শুক্রবার মেলায় বাংলাদেশের দুই মন্ত্রীর বই প্রকাশ অনুষ্ঠান থাকলেও এই হুমকি চিঠির জেরে তা বাতিল করা হয়েছে।

উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে উদবোধন করা হয় বাংলাদেশ বইমেলার। যা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি অর্থাৎ আর বাকি ৫ দিন। বইমেলা উপলক্ষ্যে শুক্রবার মেলা প্রাঙ্গনে ভিড় ছিল চোখে পড়ার মতো। এর আগে একুশে ফেব্রুয়ারিতে ভিড় হয়েছিল সবচেয়ে বেশি। সেদিন কয়েক লাখ মানুষ এসেছিলেন মেলায়। শুক্রবার বাংলাদেশে সাপ্তাহিক ছুটির জেরে আশা করা হচ্ছে আজও তেমন ভিড় হতে পারে।

Previous articleকলকাতার ট্রামের ১৫০ বছর, পরতে পরতে কোন ঐতিহ্য ?
Next article‘ফেরানো হোক দেশের লুঠ হওয়া দ্রব্য’! বিশ্বের কাছে আবেদন কেন্দ্রীয় মন্ত্রীর