ত্রিপুরায় গেমচেঞ্জার হতে চলেছে তিপ্রা মোথা পার্টি: বুথফেরত সমীক্ষায় ইঙ্গিত

শেষ হল উত্তর-পূর্বাঞ্চলের তিন রাজ্যে বিধানসভার ভোটগ্রহণ। সোমবার প্রায় সবক’টি বুথ ফেরত সমীক্ষায় আভাস মিলল, প্রথমবার মেঘালয়ে নির্বাচনে লড়তে নেমেই বড় সাফল্য পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলির ফলাফলের দিকে গোটা দেশের সঙ্গে তাকিয়ে আছে বাংলাও। মেঘালয় ও ত্রিপুরায় এবার প্রার্থী দিয়েছিল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে যান।

বুথফেরত সমীক্ষা বলছে, ত্রিপুরায় গেমচেঞ্জার হতে চলেছে তিপ্রা মোথা পার্টি। তবে এই রাজ্যে বিজেপি সরকার গঠন করতে চলেছে বলে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন- আরজি করের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদে সুদীপ্ত রায়ের জায়গায় শান্তনু সেন

Previous articleআরজি করের রোগীকল্যাণ সমিতির চেয়ারম্যান পদে সুদীপ্ত রায়ের জায়গায় শান্তনু সেন
Next articleকী করে হ্যা*ক হল তৃণমূলের টুইটার অ্যাকাউন্ট?