Monday, August 25, 2025

সমস্যার সম্মুখীন ডেভিড আলাবা। অস্ট্রিয়া জাতীয় দলের অধিনায়ক হিসেবে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কারে তিনি তাঁর ভোটাধিকার প্রয়োগ করেছেন। কিন্তু সেই ভোটাধিকার প্রয়োগ করে যে এমন সমস্যায় পড়বেন বোধহয় নিজেও ভাবেননি। এমন পরিস্থিতি যে এখন ‘চাকরি’ যাওয়ার উপক্রম হয়েছে রিয়াল মাদ্রিদের এই তারকা ফুটবলারের।

রিয়াল সমর্থকেরা রীতিমতো ক্ষুব্ধ। তাদের বক্তব্য,  তিনি কেন ক্লাবের সতীর্থ করিম বেনজেমাকে ‘প্রথম পছন্দ’ না রেখে লিওনেল মেসিকে রেখেছেন। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে তাঁকে হেনস্থা করছেন রিয়ালের বহু সমর্থক। তারা দাবি তুলেছেন, আলাবাকে ক্লাব থেকে বের করে দেওয়ার।জাতীয় দলের অধিনায়ক, কোচ, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করে ফিফা। এই ভোটাভুটির তালিকা অনুষ্ঠান শেষে প্রকাশও করা হয়। প্রতিবছরই এই তালিকা নিয়ে কোনও  না কোনও বিতর্ক তৈরি হয়।

মেসিকে ভোট দিয়ে অস্ট্রিয়ার অধিনায়ক ডেভিড আলাবা পড়েছেন বেজায় বিপদে। তাঁর ভোট পছন্দ হয়নি রিয়াল মাদ্রিদ ভক্তদের। তাঁর ইনস্টাগ্রামে প্রায় ২০ হাজার মন্তব্য পড়েছে, যার অধিকাংশই তাঁকে ভর্ৎসনা করে। সমর্থকেরা তাঁকে রিয়াল থেকে বের করার জন্য রীতিমতো হ্যাশট্যাগ আন্দোলন শুরু করে দিয়েছেন। ভোটে আলাবার প্রথম পছন্দ মেসি। ব্যালন ডি’অরজয়ী বেনজামাকে তিনি রেখেছেন তাঁর পছন্দের দুই নম্বরে। তৃতীয় হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে।

আলাবা অবশ্য সোশ্যাল মিডিয়ায় বিতর্কের মুখে একটা ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, সিদ্ধান্তটি তাঁর একার নয়। অস্ট্রিয়া জাতীয় দলে তাঁর সতীর্থদের সঙ্গে আলোচনা করেই তিনি মেসিকে ভোটে প্রথম পছন্দে রাখেন। এটা অস্ট্রিয়া দলের সব সদস্যের সম্মিলিত সিদ্ধান্ত। বেনজেমা সম্পর্কে তিনি বলেছেন, ‘করিম  তো জানেই, অন্যরাও ভালো করেই জানেন, তাকে খেলোয়াড় হিসেবে আমি কতটা উঁচুতে রেখেছি। আমি সব সময়ই বলি, করিম বিশ্বের সেরা স্ট্রাইকার। কোনও সন্দেহ নেই, সে বিশ্বের সেরা হয়েই থাকবে।’ আলাবা যাই যুক্তি দিন না কেন, রিয়াল মাদ্রিদ ভক্তদের তাতে রাগ কমার চিহ্ন এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না।

 

Related articles

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

কমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন মীরাবাই চানু

একছরের বিরতি ভেঙে ফিরেই বিরাট সাফল্য মীরাবাই চানুর(Mirabai Chanu)। কমনওয়েলথ(Commonwealth) চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়ে সোনা(Gold Medal) জিতলেন মীরাবাই(Mirabai Chanu)।...

পুজোর অনুদানে স্থগিতাদেশ নয়, হিসেব নিয়ে হলফনামা তলব আদালতের: রাম-বামের দ্বিচারিতাকে নিশানা তৃণমূলের

রাজ্যে দুর্গাপুজোর (Durga Pujo) অনুদানের উপর কোনও স্থগিতাদেশ দিল না হাই কোর্ট। এই বিষয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে...

ড্রিম ১১-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করল বিসিসিআই, স্পনসর নিয়ে সাবধানী নীতি

এশিয়া কাপের আগেই স্পনসরহীন ভারতীয় দল(Indian cricket team)। ড্রিম ১১,(dream 11) সহ ফ্যান্টাসি অ্যাপগুলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে...
Exit mobile version