পরীক্ষাকেন্দ্র থেকে ছাত্রীকে নিয়ে বাইক ছোটালেন পুলিশ আধিকারিক!

কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপিঠে সেই সময় ডিউডিতে ছিলেন চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া থানার এসআই হিমাদ্রী চক্রবর্তী। ছাত্রীটিকে কান্নাকাটি করতে দেখে ছাত্রীটিকে নিজের বাইকে করে তাকে বাড়ি নিয়ে যান হিমাদ্রী।

মাধ্যমিক, আইসিএসই. সিবিএসই- সব বোর্ডের পরীক্ষাই চলছে একসাথে। পরীক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা (Exam) দিতে পারে তার জন্য সতর্ক পুলিশ-প্রশাসন। পরীক্ষার্থীকে গ্রিন করিডর করে কেন্দ্রে পৌঁছন হোক, বা অ্যাম্বুল্যান্স করে অসুস্থ পড়ুয়াকে নিয়ে যাওয়া- সব ক্ষেত্রেই পাশে বন্ধু পুলিশ (Police)। শুধু কলকাতা নয়, এই উদাহরণ রয়েছে জেলাতেও। হুগলি গার্লস হাই স্কুলের ছাত্রী তনিষ্ঠা কুণ্ডু। মাধ্যমিকের পরীক্ষা দিতে গিয়ে দেখে অ্যাডমিট কার্ডটি আনতে ভুলে গিয়েছে। ভয়ে জড়োসড়ো হয়ে যায় সে।

কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপিঠে সেই সময় ডিউডিতে ছিলেন চন্দননগর কমিশনারেটের চুঁচুড়া থানার এসআই হিমাদ্রী চক্রবর্তী। ছাত্রীটিকে কান্নাকাটি করতে দেখে ছাত্রীটিকে নিজের বাইকে করে তাকে বাড়ি নিয়ে যান হিমাদ্রী। অ্যাডমিট কার্ড নিয়ে আবার পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। পুলিশের এই ভূমিকাকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয়রা।

 

 

Previous articleঅসহায় আত্মসমর্পণ, ১০৯ রানে শেষ ভারতের প্রথম ইনিংস !
Next articleপুলের ধারে ওটা কে? দাড়ি গজালো সারার!