Saturday, August 23, 2025

”অনুব্রত দিল্লি যেতেই বীরভূমের সংগঠন নিয়ে যা বললেন কাজল শেখ

Date:

Share post:

অনেক আইনি টানাপোড়েনের পর গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) দিল্লি (Delhi) নিয়ে গিয়েছে ইডি (Enforcement Directorate)। আদালতের নির্দেশে আপাতত ইডি হেফাজতে রয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ কেষ্ট। আসানসোলের জেলে থেকেও বীরভূমের রাজনীতিতে তাঁর প্রভাব পড়ছিল বলে অনেকেই দাবি করেন, কিন্তু এবার দিল্লি চলে যাওয়ায় জেলায় আর কোনও প্রভাবই থাকবে না অনুব্রতর, এমনটাই মনে করতে শুরু করেছেন অনেকেই।

তবে তৃণমূল নেতা কাজল শেখ (Kajal Seikh) মনে করেন অনুব্রতর দিল্লি যাওয়া না যাওয়ায় দলীয় সংগঠনের কোনও প্রভাব পড়বে না, কোনও পরিবর্তন হবে না। তাঁর কথায়, “বীরভূম জেলায় যে কোর কমিটি আছে, সেই কোর কমিটিই থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছিলেন, তিনিই বীরভূম জেলার অবজার্ভার। অনুব্রতর চলে যাওয়া এক বিন্দুও প্রভাব পড়বে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেস চলে। বাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোনও দল থাকবে না।”

কাজল শেখের এই মন্তব্যের সঙ্গে অবশ্য সহমত পোষণ করেননি তৃণমূলের বীরভূম জেলা সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায়। তিনি বলেন, “দলটা তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূলের কারও কোনও অস্তিত্ব নেই। কাজল কী বলেছে আমি জানি না। তবে এটাও ঠিক বীরভূম জেলায় আমরা দেখেছি, অনুব্রত মণ্ডল প্রচণ্ড পরিশ্রম করে দলটাকে দাঁড় করিয়েছে। তাই বীরভূম জেলায় তাঁর একটা ভূমিকা ছিল, আছে থাকবে। তাঁর না থাকায় কিছুটা তো প্রভাব পড়বেই।”

 

 

spot_img

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...