প্রাথমিক শিক্ষক নিয়োগে আরও গতি, অষ্টম পর্যায়ের ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি জারি

প্রাথমিক শিক্ষক নিয়োগের আরও গতি আনতে অষ্টম পর্যায়ের ইন্টারভিউয়ের (Interview) বিজ্ঞপ্তি জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ইন্টারভিউ প্রক্রিয়া ২০ মার্চ থেকে শুরু হবে। চলবে ২৪ মার্চ অবধি। ২০, ২১,২২ ও ২৪ মার্চ- এই ৪ দিন ইন্টারভিউয়ের মুখোমুখি হবেন চাকরিপ্রার্থীরা।

মূলত এই পর্যায়ে সুযোগ পাবেন হাওড়ার (howrah) চাকরিপ্রার্থীরা। ইতিমধ্যেই কলকাতা-সহ একাধিক জেলার ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলা হয়েছে। পর্ষদ হিসেব অনুযায়ী, আরও ৩ থেকে ৪ দফা ইন্টারভিউ হলেই এই প্রক্রিয়া মোটামুটি পৌঁছে যাবে একেবারে শেষ পর্যায়ে। সেই লক্ষ্যেই আরও একদফা ইন্টারভিউ নেওয়ার প্রচেষ্টা চলছে মার্চেই।

ইন্টারভিউতে স্বচ্ছতা বজায় রাখতে আপসহীন মনোভাব প্রাথমিক শিক্ষা পর্ষদের। ভিডিওগ্রাফি করা হচ্ছে ইন্টারভিউ প্রক্রিয়ার। নম্বর দেওয়ার ব্যবস্থা হয়েছে অনলাইনে। সেই নম্বর নিমেষের মধ্যে পৌঁছে যাচ্ছে পর্ষদের কেন্দ্রীয় সার্ভারে। টেটের ফলপ্রকাশের পর থেকেই সমস্ত প্রক্রিয়াটি দ্রুত শেষ করে দেওয়ার জন্য যুদ্ধকালীন তৎপরতা চললেও মেধাতালিকা কিন্তু এখনই প্রকাশ করার কথা ভাবা হচ্ছে না বলে জানা গিয়েছে পর্ষদসূত্রে।

 

 

Previous articleতৃতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান ভারতের, ১৯১ রানে পিছিয়ে টিম ইন্ডিয়া
Next articleনৃ.শংস অত্যা.চারের পর পিটিয়ে খু.ন, গুজরাটের নে.শামুক্তি কেন্দ্রে ভ.য়াবহকাণ্ড