Thursday, May 15, 2025

আহমেদাবাদ টেস্টে বিত*র্ক, শামিকে দেখে ‘জয় শ্রীরাম’ স্লোগান দর্শকদের

Date:

Share post:

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ টেস্ট। আর টেস্ট ঘিরে শুরু হল নতুন বিতর্ক। ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে দেখে গ‍্যালারি থেকে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুললেন কয়েকজন দর্শক। যেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এই ভিডিও’র সত‍্যতা যাছাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

তৃতীয় ম্যাচে বিশ্রামের পর আহমেদাবাদ টেস্টে দলে ফিরেছেন মহম্মদ শামি। সিরাজের জায়গায় দলে এসেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনি নিয়েছেন দুটি উইকেট। তবে ম্যাচ শুরু আগেই শামির সঙ্গে ঘটে কিছুটা অনভিপ্রেত ঘটনা। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার আহমেদাবাদ টেস্টের প্রথম দিন। ফিল্ডিং করতে নামার আগে বাউন্ডারি লাইনের ধারে দাঁড়িয়ে ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সে সময় গ্যালারি থেকে কয়েকজন দর্শককে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা যায়। সূর্যকুমার যাদব গ্যালারির দিকে তাকিয়ে হাতজোড় করেন। এরপর মহম্মদ শামিকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয়। গ্যালারিতে উপস্থিত দর্শকের একাংশ বলেন, ‘শামি… জয় শ্রীরাম’। যদিও শামি পুরো বিষয়টা এড়িয়ে যান। যখন তাঁকে কেন্দ্র করে এই স্লোগান দেওয়া হয়, তখন শামি অন্যদিকে মুখ ফিরিয়ে নেন। ভারতের বাকি ক্রিকেটাররা গ্যালারির দিকে ফিরেও তাকাননি সে সময়। দর্শকদের একাংশের এই ব‍্যবহারে নিন্দার ঝড় সোশ্যাল মিডিয়ায়। ক্ষুব্ধ নেটিজেনরা।

এই প্রথম নয় এর আগেও বিদ্রুপের মুখে পড়তে হয়েছিল শামিকে। ২০২১ সালে টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ভাল বল করতে পারেননি শামি। তখনও ক্রিকেটপ্রেমীদের একাংশ হারের জন্য দায়ী করেছিলেন বাংলার জোরে বোলারকে। দলগত ব্যর্থতার দায় চাপানো হয়েছিল তাঁর উপর।

আরও পড়ুন:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় দিনে খেলতে নতুন মাইলফলক স্পর্শ রোহিতের

 

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...