Saturday, November 8, 2025

৩ মাসের মধ্যে এলাহাবাদ হাইকোর্ট চত্বর থেকে মসজিদ সরানোর নির্দেশ শীর্ষ আদালতের

Date:

Share post:

শীর্ষ আদালতেও(Supreme Court) ধাক্কা। হাইকোর্টের(High Court) রায় বহাল রেখে দেশের সুপ্রিম কোর্টও জানিয়ে দিল আগামী ৩ মাসের মধ্যে হাইকোর্ট চত্বরে থাকা মসজিদ(Mosque) সরিয়ে নিতে হবে। অন্যথায় হাইকোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অধিকার থাকবে এই কাজ করার। সুপ্রিম কোর্টের এহেন নির্দেশের পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।

এলাহাবাদ হাইকোর্ট চত্বরে লিজের জমিতে থাকা এক মসজিদকে নিয়ে মামলা চলছে দীর্ঘ দিন ধরে। ২০১৭ সালে নভেম্বর মাসে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ৩ মাসের মধ্যে মসজিদটিকে সরিয়ে নিয়ে যাওয়ার। কারণ তার লিজের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এরপর আর ওই জমির দাবি করতে পারে না মসজিদ কমিটি। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিমকোর্টে আবেদন করেছিল উত্তর প্রদেশ সুন্নি ওয়াকফ বোর্ড ও মসজিদ কমিটি। তবে এদিন শীর্ষ আদালতেও খারিজ হয়ে গেল সে আবেদন।

এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি এমআর শাহ ও বিচারপতি সিটি রবিকুমারের বেঞ্চ জানান, তিন মাসের মধ্যে হাইকোর্ট চত্বরের ওই মসজিদটি সরিয়ে নিতে হবে। উত্তরপ্রদেশ সরকারকে আদালতের পাশেই একটি জমির ব্যবস্থা করে দেওয়ার আবেদন করতে হবে আবেদনকারীকে। যে জমিতে মসজিদটি রয়েছে তা লিজে নেওয়া হয়েছিল। লিজের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর সেখানে মসজিদ রাখা যায় না। তিন মাসের মধ্যে ওই মসজিদ না সরালে এলাহাবাদ হাইকোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওই মসজিদ সরিয়ে দেওয়ার অধিকার থাকবে। যদিও মসজিদ কমিটির পক্ষে সওয়াল করে আইনজীবী কপিল সিব্বল জানান, ১৯৫০ সাল থেকে মসজিদটি ওই জায়গায় রয়েছে। হঠাৎ এভাবে সরিয়ে নিয়ে যাওয়া যায় না। ২০১৭ সালে সরকার বদলের পর অনেক কিছু পরিবর্তন হয়েছে। নতুন সরকার আসার ১০ দিনের মধ্যে এই মসজিদ সরিয়ে নেওয়ার আবেদন করে একটি জনস্বার্থ মামলা করা হয়। জমি দিলে সেই জায়গায় মসজিদ সরিয়ে নিতে আমাদের আপত্তি নেই।

spot_img

Related articles

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...

KIFF: শনিবারের সিনেপার্বণে ‘অরণ্যের দিনরাত্রি’, সিনেমার গানের আড্ডায় সুমন – প্রসেনজিৎ

শহর জুড়ে কুড়িটি প্রেক্ষাগৃহে ২১৫টি ছবির আসর নিয়ে শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International...