Saturday, November 29, 2025

অজিদের বিরুদ্ধে প্রথম একদিনের ম‍্যাচে ব‍্যাট হাতে দাপট রাহুলের, রানে ফিরে কী বললেন তিনি?

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টে রান না পাওয়ায় শেষ দুটি টেস্ট থেকে বাদ পড়েছিলেন কে এল রাহুল। খারাপ পারফরম্যান্সের জন‍্য সহ-অধিনায়কত্বের পদও হারিয়েছিলেন তিনি। কিন্তু মুম্বইয়ে একদিনের ক্রিকেটে ফের চেনা ছন্দে রাহুল। শুক্রবার ব‍্যাট হাতে দাপট দেখান তিনি। অজিদের বিরুদ্ধে ৭৫ রানে অপরাজিত তিনি। আর এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত রাহুল নিজে।

ম‍্যাচ শেষে ভারতের উইকেটরক্ষক ব‍্যাটার বলেন,” শুরুতেই তিনটে উইকেট পড়ে যেতে দেখলাম। সেই সময় স্টার্ক বল দারুণ সুইং করাচ্ছিল। বল ভেতরে ঢুকে আসছিল। এই পরিস্থিতিতে স্টার্ক ভয়ঙ্কর। তাই সাধারণ ক্রিকেটীয় শটের উপরেই ভরসা রেখেছিলাম। রান করার কথা ভুলেই গিয়েছিলাম। কয়েকটা বাউন্ডারি মারার পর স্নায়ু নিয়ন্ত্রণে আসে। শুভমন, হার্দিক এবং জাদেজার সঙ্গে ব্যাট করেছি। প্রত্যেকের সঙ্গেই একটা আলোচনা করেছি, পিচ ঠিকই আছে। দলের হয়ে ভালো পারফরম্যান্স করতে পারলে ভালো লাগে।”

একের পর এক উইকেট যখন পরতে শুরু করে, তখন রাহুলকে সঙ্গত দেন জাদেজা। ৪৫ রানে অপরাজিত জাদেজা। তাই তো ম‍্যাচ শেষে জাদেজার প্রশংসায় রাহুল। রাহুর বলেন,” জাদেজার সঙ্গে ব্যাট করে বেশ মজা লেগেছে। যে মুহূর্তে একজন বাঁ হাতি ব্যাটার এল, আমি কয়েকটা আলগা বল পেয়ে গেলাম এবং সেগুলোকে কাজে লাগালাম। বাঁ হাতি ব্যাটার আসাতেই কাজটা সহজ হয়ে গেল। জাড্ডু দারুণ ব্যাট করেছে। ওর রান নেওয়ার ক্ষমতাও খুব দ্রুত। দারুণ ছন্দে রয়েছে এবং ম্যাচে এধরনের পরিস্থিতিতে কী করতে হবে, সেটা ও ভালই জানে। ফলে ওর সঙ্গে ব্যাটিং খুবই উপভোগ করেছি।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে ম‍্যাচ জিতে সতীর্থদের প্রশংসায় হার্দিক


 

spot_img

Related articles

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে...

তৃণমূলের উত্তর দিতে ব্যর্থ কমিশন! CCTV প্রকাশের চ্যালেঞ্জ অভিষেকের

নির্বাচন কমিশনের দেওয়া সময় মেনেই দিল্লিতে কমিশন দফতরে শুক্রবার প্রশ্ন নিয়ে গিয়েছিলেন তৃণমূলের ১০ সদস্যের প্রতিনিধিদল। তৃণমূলের প্রশ্নের...

মৃত ভোটার ছাড়ালো ১৫ লক্ষ, ডুপ্লিকেট ৫৮ হাজার! প্রকাশ্যে কমিশনের ত্রুটি

প্রতিটি নির্বাচনের আগে বিশেষ নিবিড় সংশোধনী না হলেও সংশোধিত ভোটার তালিকা তৈরি করে নির্বাচন কমিশন। তার পরেও ঘটা...