Monday, August 25, 2025

মমতার বিরুদ্ধে লড়তে হলে ঐক্যবদ্ধ হোন: সুকান্তকে ‘ভাঙা ঘর’ গোছানোর নির্দেশ শাহের

Date:

রাজনৈতিক লড়াই নেই, জনসংযোগ নেই, গোষ্ঠীদ্বন্দ্ব চরমে। শুধু এজেন্সিকে হাতিয়ার করে লড়াই জেতা যায় না। বাংলায় মমতার(Mamata Banerjee) বিরুদ্ধে লড়তে হলে এভাবে চলবে না ঐক্যবদ্ধ হতে হবে। পুরনো কর্মীদের অভিমান ভুলিয়ে তাদের আহ্বান করতে হবে। রাজ্য বিজেপির হাল দেখে রীতিমতো হতাশ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) এবার পরামর্শ দিলেন বং বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারকে(Sukanta Majumdar)।

রাজ্য বিজেপির তরফে বর্তমানে এখানে চলছে বুথ সশক্তিকরণ অভিযান। কতো সংখ্যক বুথে পৌঁছনো সম্ভব হয়েছে রাজ্য নেতৃত্বকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে দিল্লি। কারণ দরজায় কড়া নাড়ছে পঞ্চায়েত ভোট। গ্রামের ভোটে ছাপ ফেলতে না পারলে লোকসভাতেও ডুবতে হবে। এই পরিস্থিতিতে মঙ্গলবার সুকান্তকে সংসদে হঠাৎ ডেকে পাঠিয়েছিলেন শাহ। সেইমতো সাংসদ সৌমিত্র খাঁকে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত হন সুকান্ত। বাংলায় গেরুয়া শিবির যে গোষ্ঠীদ্বন্দ্বে চুড়ান্ত বেহাল তা জানেন কেন্দ্রীয় নেতৃত্ব। এমনকি রাজ্য সভাপতি ও বিরোধী দলনেতার সমীকরণও তাদের অজানা নয়। এই পরিস্থিতিতে সংগঠনে জোর দিতে পরামর্শ দেন অমিত শাহ।

সূত্রের খবর, এদিন সুকান্ত-সৌমিত্রকে(Soumitra Khan) শাহ বুঝিয়ে দিয়েছেন এজেন্সি নির্ভর হয়ে রাজনীতি করা যায় না। বাংলায় মমতার বিরুদ্ধে লড়তে হলে এভাবে চলবে না ঐক্যবদ্ধ হতে হবে। যে সমস্যা দলের মধ্যে চলছে অবিলম্বে তা মিটিয়ে ফেলার নির্দেশ দিয়েছেন শাহ। এছাড়াও পঞ্চায়েত ভোটে সংখ্যালঘু অধ্যুষিত কত সংখ্যক বুথে প্রার্থী দেওয়া সম্ভব। প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে তাঁদের মধ্যে কথা হয় বলে সূত্রের খবর। যদিও শাহ বৈঠক নিয়ে সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে কিছু জানাতে চাননি সুকান্ত।

Related articles

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...

গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণে বড় ছাড়, প্রক্রিয়া সহজ করল পরিবহণ দফতর 

রাজ্যের নন-ট্রান্সপোর্ট গাড়ির মালিকানা বদল ও রেজিস্ট্রেশন নবীকরণের জটিলতা এবার অনেকটাই সহজ হল। পরিবহণ দফতরের নতুন সিদ্ধান্তে গাড়ি...

ভোটার ও বিরোধীদের রুখতে E² ব্যবহার করে বিজেপি: তোপ অভিষেকের

এই প্রথম নয়, এর আগেও একাধিকবার কমিশনের ভূমিকা যে সম্পূর্ণ পক্ষপাতদুষ্ট সেই অভিযোগ তুলেছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...
Exit mobile version