Friday, May 23, 2025

তিন ম‍্যাচে শূন‍্য, তিন বল খেলা সূর্যকুমারের পাশে রোহিত

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। তৃতীয় একদিনের ম‍্যাচে ২১ রানে হারে রোহিত শর্মার দল। এই সিরিজে একেবারেই ব‍্যর্থ ভারতীয় ব‍্যাটার সূর্যকুমার যাদব। তিনটি একদিনের ম‍্যাচেই শূন‍্য রান করেন সূর্য। খেলেছেন তিনটি বল। বর্তমান সময় তিনি টি-২০ ক্রিকেটের ১ নম্বর ব্যাটার। কিন্তু একদিনের ম‍্যাচে ব‍্যর্থ। তাঁর ব‍্যাটিং নিয়ে উঠছে সমালোচনা। যদিও এই সময়ে সূর্যের পাশে দাঁড়াচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বুধবার ম্যাচের পর রোহিত বলেন, “সূর্য এই সিরিজের তিনটি ম্যাচে মাত্র তিন বল খেলেছে। আমি জানিনা এতে বেশি কিছু দেখার কী আছে? সত্যি বলতে ও তিনটেই ভাল বলের সম্মুখীন হয়েছেন। সুর্য স্পিন ভাল খেলে। আমরা শেষ কয়েক বছরে সেটা দেখেছি। সেই কারণেই আমরা তাঁকে দলে রেখেছি যাতে শেষ ১৫-২০ ওভারে ও খেলতে পারেন। কিন্তু এটি খুবই দুর্ভাগ্যজনক যে সূর্য মাত্র তিনটি বল খেলারই সুযোগ পেয়েছে। এই ঘটনা যে কোনো ক্রিকেটারের সঙ্গে হতে পারে। কিন্তু সূর্যর দারুণ প্রতিভা রয়েছে।”

এদিকে ভারতীয় ক্রিকেটারদের অতিরিক্ত ম‍্যাচ খেলার কারণে সব খেলোয়াড়ের শরীরেই প্রভাব ফেলেছে। বছরের শেষে একদিনের বিশ্বকাপের আগে আইপিএলে সব ম্যাচ না খেলার পরামর্শ দেওয়া হয়েছে প্রথম সারির ক্রিকেটারদের। বোর্ডের একটা অংশ এরকমই চাইছে। এই নিয়েও মুখ খোলেন রোহিত। তিনি বলেন,” এই গুলো ফ্র্যাঞ্চাইজির উপরেই সব নির্ভর করছে। ওরাই এখন ক্রিকেটারদের মালিক। আমরা কিছু দলকে বার্তা পাঠিয়েছি ঠিকই। কিন্তু দিনের শেষে ফ্র্যাঞ্চাইজিদের ইচ্ছের উপরে কিছু বলা যাবে না। সবচেয়ে বড় কথা, ক্রিকেটারদের উপরেই এটা নির্ভর করছে। প্রত্যেকে প্রাপ্তবয়স্ক। নিজেদের শরীরের খেয়াল সবাইকে রাখতে হবে। যদি মনে হয় খুব বেশি খেলা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে দলের সঙ্গে কথা বলে দু-একটা ম্যাচে বিরতি নিতে পারে।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজ হারতেই শীর্ষ স্থান হারাল ভারত


 

spot_img

Related articles

টোকিওতে প্রয়াত বিচারপতি রাধাবিনোদ পালের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অভিষেকের

সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে বিশ্ব দরবারে ভারতের প্রতিনিধিরা। সেই দলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

সাগরে তৈরি হচ্ছে দুর্যোগ, নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশ.ঙ্কা!

নিশ্চিন্ত আর থাকা গেল না। বাংলার আকাশে ফের দুর্যোগের কালো মেঘ। বঙ্গোপসাগরে (Bay of bengal) তৈরি হচ্ছে গভীর...

বাংলার উপকূলীয় দুর্যোগ নিয়ে টোকিওতে কেইও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের সঙ্গে আলোচনায় অভিষেক

অপারেশন সিন্দুরের সাফল্য এবং সন্ত্রাস বিরোধী অভিযানে ভারতের অবস্থান বিশ্বের সামনে তুলে ধরতে জাপানে পৌঁছে গেছে দেশের প্রতিনিধি...

সেনা-বিএনপির চাপ, এবার পদত্যাগের ইচ্ছাপ্রকাশ ইউনূসের!

পদ্মাপাড়ে ফের পালাবদলের ইঙ্গিত? এবার নাকি পদত্যাগ করতে চলেছেন বাংলাদেশের (Bangladesh) অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস (Muhammad...