Thursday, November 27, 2025

তিন ম‍্যাচে শূন‍্য, তিন বল খেলা সূর্যকুমারের পাশে রোহিত

Date:

Share post:

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম‍্যাচের একদিনের সিরিজ হাতছাড়া হয়েছে ভারতের। তৃতীয় একদিনের ম‍্যাচে ২১ রানে হারে রোহিত শর্মার দল। এই সিরিজে একেবারেই ব‍্যর্থ ভারতীয় ব‍্যাটার সূর্যকুমার যাদব। তিনটি একদিনের ম‍্যাচেই শূন‍্য রান করেন সূর্য। খেলেছেন তিনটি বল। বর্তমান সময় তিনি টি-২০ ক্রিকেটের ১ নম্বর ব্যাটার। কিন্তু একদিনের ম‍্যাচে ব‍্যর্থ। তাঁর ব‍্যাটিং নিয়ে উঠছে সমালোচনা। যদিও এই সময়ে সূর্যের পাশে দাঁড়াচ্ছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা।

বুধবার ম্যাচের পর রোহিত বলেন, “সূর্য এই সিরিজের তিনটি ম্যাচে মাত্র তিন বল খেলেছে। আমি জানিনা এতে বেশি কিছু দেখার কী আছে? সত্যি বলতে ও তিনটেই ভাল বলের সম্মুখীন হয়েছেন। সুর্য স্পিন ভাল খেলে। আমরা শেষ কয়েক বছরে সেটা দেখেছি। সেই কারণেই আমরা তাঁকে দলে রেখেছি যাতে শেষ ১৫-২০ ওভারে ও খেলতে পারেন। কিন্তু এটি খুবই দুর্ভাগ্যজনক যে সূর্য মাত্র তিনটি বল খেলারই সুযোগ পেয়েছে। এই ঘটনা যে কোনো ক্রিকেটারের সঙ্গে হতে পারে। কিন্তু সূর্যর দারুণ প্রতিভা রয়েছে।”

এদিকে ভারতীয় ক্রিকেটারদের অতিরিক্ত ম‍্যাচ খেলার কারণে সব খেলোয়াড়ের শরীরেই প্রভাব ফেলেছে। বছরের শেষে একদিনের বিশ্বকাপের আগে আইপিএলে সব ম্যাচ না খেলার পরামর্শ দেওয়া হয়েছে প্রথম সারির ক্রিকেটারদের। বোর্ডের একটা অংশ এরকমই চাইছে। এই নিয়েও মুখ খোলেন রোহিত। তিনি বলেন,” এই গুলো ফ্র্যাঞ্চাইজির উপরেই সব নির্ভর করছে। ওরাই এখন ক্রিকেটারদের মালিক। আমরা কিছু দলকে বার্তা পাঠিয়েছি ঠিকই। কিন্তু দিনের শেষে ফ্র্যাঞ্চাইজিদের ইচ্ছের উপরে কিছু বলা যাবে না। সবচেয়ে বড় কথা, ক্রিকেটারদের উপরেই এটা নির্ভর করছে। প্রত্যেকে প্রাপ্তবয়স্ক। নিজেদের শরীরের খেয়াল সবাইকে রাখতে হবে। যদি মনে হয় খুব বেশি খেলা হয়ে যাচ্ছে, সেটা নিয়ে দলের সঙ্গে কথা বলে দু-একটা ম্যাচে বিরতি নিতে পারে।”

আরও পড়ুন:অজিদের বিরুদ্ধে একদিনের সিরিজ হারতেই শীর্ষ স্থান হারাল ভারত


 

spot_img

Related articles

বিশ্বমানের গঙ্গাসাগর মেলা: একমাস আগে থেকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

এবছর মহাকুম্ভ নেই। ফলে মকর সংক্রান্তিতে দেশের একটা বড় অংশের সাধু-সন্নাসী থেকে পুণ্যার্থীদের গন্তব্য হতে চলেছে বাংলার গঙ্গাসাগর...

ডাল-ভাতের টাকাই তো দেয় না, কোপ শিশুদের পুষ্টিতে! কেন্দ্রকে কটাক্ষ ব্রাত্যর

পুষ্টি আজ বহু মূল্য। যেখানে ডিমের জন্য সরকারি বরাদ্দ মাত্র সাড়ে ৬ টাকা সেখানে খুচরো বাজারে ডিমের দাম...

IPS, WBPS আধিকারিকদের বদলি: একাধিক জেলার পুলিশ সুপার বদল

দ্বিতীয় দিন অব্যাহত রাজ্য পুলিশে বড়সড় রদবদল। বুধবার ওসি–আইসি স্তরের বদলির পর বৃহস্পতিবার একযোগে দশ জেলার পুলিশ সুপারকে...

বিধাননগরে রাজ্য স্তরের যোগাসন প্রতিযোগিতা, সেরা পূর্ব মেদিনীপুর

বিধাননগর সরকারি উচ্চ বিদ্যালয়ে ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিত হল ৬৯তম রাজ্য বিদ্যালয় যোগাসন প্রতিযোগিতা। অনূর্ধ্ব ১৪ বছর...