বার্ষিক চুক্তি ঘোষণা বিসিসিআইয়ের,  রোহিত- বিরাট ৭ কোটি এবং হার্দিকরা ৫ কোটি !

আগামী বছরের জন্য ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল বিসিসিআই । আসন্ন বছরের জন্য এ+, এ, বি ও সি ২৫ জন ভারতীয় ক্রিকেটারকে চারটি গ্রেডে ভাগ করে বার্ষিক চুক্তি প্রকাশ করা হল ভারতীয় বোর্ডের তরফে। নতুন চুক্তিতে এক গ্রেড এগোলেন রবীন্দ্র জাডেজা, অন্যদিকে চোটের কারণে মাঠের বাইরে থাকলেও নিজেদের জায়গা ধরে রাখলেন ঋষভ পন্থ ও যশপ্রীত বুমরা।

বিসিসিআইয়ের তরফে রবিবার জানানো হয়েছে যে, রোহিত শর্মা এবং বিরাট কোহলি রয়েছেন সব থেকে বেশি টাকা পাওয়ার তালিকায়।

অধিনায়ক রোহিত, জাডেজা, বুমরা। এই চার ক্রিকেটার বছরে সাত কোটি টাকা পাবেন। দ্বিতীয় ভাগ ‘এ’। সেখানে রয়েছেন হার্দিক। তিনি ছাড়াও এই ভাগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, ঋষভ পন্থ এবং অক্ষর পটেল। এই ক্রিকেটাররা বছরে পাঁচ কোটি টাকা করে পাবেন।
বছরে তিন কোটি টাকা করে পাবেন চেতেশ্বর পুজারারা।তিনি ছাড়াও এই তালিকায় লোকেশ রাহুল, শ্রেয়স আয়ার, মহম্মদ সিরাজ, সূর্যকুমার যাদব এবং শুভমন গিল রয়েছেন। ‘সি’ ভাগে রয়েছেন ১১ জন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন শিখর ধাওয়ানও।
তিনি ছাড়াও এই তালিকায় রয়েছেন উমেশ যাদব, শার্দূল ঠাকুর, ঈশান কিশন, দীপক হুডা, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ এবং শ্রীকর ভরত।

 

Previous articleআজ রাষ্ট্রপতিকে সংবর্ধনা দিতে প্রস্তুত রাজ্য
Next articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস