হাতে আর মাত্র কয়কটা দিন তারপরই শুরু ২০২৩ আইপিএল। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। ১ এপ্রিল প্রথম ম্যাচে নামছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে বড় ঘোষণা কেকেআরের। সমর্থকদের সঙ্গে নিজেদের সম্পর্ককে আরও গাঢ় করতে একটি বিশেষ অ্যাপ আনল কেকেআর। ফ্র্যাঞ্চাইজির সহ-কর্নধার শাহরুখ খান প্রকাশ করলেন নতুন ‘নাইট ক্লাব অ্যাপ’। যার ট্যাগলাইন হল ‘একদম ফাটাফাটি অ্যাপ।’

এই অ্যাপের মাধ্যমে নাইট সমর্থকরা বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকবেন। গেম-জোনের মাধ্যমে সমর্থকরা ম্যাচের দিন বিভিন্ন গেমস খেলতে পারবেন। আর এর মাধ্যমে বিভিন্ন উপহার জেতার সুযোগ থাকবে তাদের কাছে। এই অ্যাপে রয়েছে লয়্যালটি প্রোগ্র্যাম, যার মাধ্যমে পুরস্কৃত হতে পারেন সমর্থকরা। অ্যাপের মাধ্যমে পয়েন্ট সংগ্রহ করে সেগুলির মাধ্যমে ফ্র্যাঞ্চাইজির বিশেষ মার্চেন্ডাইজ পেতে পারেন সমর্থকরা। এমনকি কলকাতা নাইট রাইডার্সের খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন তারা।

এছাড়াও এই নাইট ক্লাব অ্যাপের মাধ্যমে খেলার হাইলাইটস, বিভিন্ন ধরণের খবর, আর্টিকেল সহ নানা তথ্য থাকবে খেলোয়াড়দের নিয়ে। এর পাশাপাশি অ্যাপে থাকবে একটি মেগাস্টোর, যা থেকে সমর্থকরা কলকাতা নাইট রাইডার্সের বিভিন্ন অফিশিয়াল মার্চেন্ডাইজ কিনতে পারবেন।

আরও পড়ুন:মা-বাবার থেকে লুকিয়ে কি করেছিলেন শিখর? ফাঁস করলেন নিজেই
