Monday, May 5, 2025

সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ(NCP MP) মহম্মদ ফয়জল(Md Faijal)। বুধবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভা সচিবালয়। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানির আগে ফয়জলের সাংসদ পদ ফিরে পাওয়ায় আশার আলো দেখতে শুরু করেছে কংগ্রেস(Congress)। হাত শিবিরের আশা এই পথেই হয়ত ফিরে আসবে রাহুল গান্ধীর(Rahul Gandhi) সাংসদ পদ।

উল্লেখ্য, খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর কাভারত্তির একটি আদালত এনসিপি সাংসদ মহম্মদ ফয়জলকে দোষী সাব্যস্ত করে এবং তাকে ১০ বছরের কারাদণ্ড দেয়। যার জেরে গত ১৩ জানুয়ারি সংসদের সদস্য পদ খোয়াতে হয় ফয়জলকে। তবে ২৫ জানুয়ারি কেরালা হাইকোর্ট এই মামলায় তাঁর সাজা স্থগিত করে। এর পরই সাংসদ পর ফিরে পাওয়ার আবেদন জানান মহম্মদ ফয়জল। তবে তাঁর সেই আবেদনে তখন সাড়া দেয়নি লোকসভা সচিবালয়। বুধবার সুপ্রিম কোর্টে ছিল এই মামলার শুনানি। তবে শুনানির আগেই এনসিপি নেতা মহম্মদ ফয়জলের লোকসভা সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল লোকসভা সচিবালয়ের তরফে। তবে এই ঘটনা একদিক থেকে কিছুটা হলেও স্বস্তিদায়ক সদ্য সাংসদ পদ হারানো রাহুল গান্ধীর জন্য।

সাংসদ পদ ফিরে পেলেন লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জল, রাহুল গান্ধীর জন্যও এ এক বিরাট স্বস্তির খবর। সাংসদ পদ ফিরে পাওয়ার পথ অনেকটাই খুলে গেল রাহুল গান্ধীরও। খুনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় লোকসভা থেকে পদ বাতিল হয় লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জলের। বিরাট স্বস্তি পেলেন NCP-এর লাক্ষাদ্বীপের সাংসদ মহম্মদ ফয়জল। লোকসভা সদস্যপদ ফিরিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে লোকসভা সচিবালয়। এর পর রাহুল গান্ধীর জন্যও সাংসদ পদ ফিরে পাওয়ার রাস্তা খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে ‘মোদি উপাধি’ নিয়ে মন্তব্য করায় মামলার শুনানির সময়, গুজরাটের সুরাট আদালত কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেয়। এর পর লোকসভা সচিবালয়ের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে রাহুল গান্ধীকে লোকসভার সদস্যপদ থেকে অযোগ্য ঘোষণা করা হয়।

Related articles

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...

পাক রেঞ্জারের বদলে পূর্ণম কুমার! কতটা আশার আলো দেখছেন স্ত্রী

পাকিস্তানের সেনার হাতে বন্দি রিষড়ার বিএসএফ (BSF) জওয়ান পূর্ণম কুমার সাউ। স্বামীকে ফিরিয়ে আনতে ফিরোজপুর সীমান্ত পর্যন্ত গিয়েছিলেন...
Exit mobile version