Saturday, December 13, 2025

রাজভবনে প্রবেশের ছাড়পত্র পেলেন আমজনতা ! মুখ্যমন্ত্রীকে চাবি হস্তান্তর রাষ্ট্রপতির

Date:

Share post:

এবার থেকে রাজভবনে (Rajbhawan) প্রবেশ করতে পারবেন আপনিও। রাজভবনের ভিতরে ও বাইরে হেঁটে ঘোরা যাবে। যদিও এই ‘হেরিটেজ ওয়াক’ (Heritage Walk) কবে থেকে চালু হবে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নবান্নের (Nabanna)তরফে নেওয়া হবে। গত সোমবার দুদিনের বাংলা সফরে এসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) রাজভবনের চাবি তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)হাতে। সেদিন রাষ্ট্রপতি সম্মানে রাজভবনে এক নৈশভোজের আয়োজন করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (CV Ananda Bose)। সেখানেই বাংলার মুখ্যমন্ত্রীর হাতে একটি প্রতীকী চাবি তুলে দেন রাষ্ট্রপতি (President)। এরপরই রাজ্যের সাংবিধানিক প্রধানের তরফে মঙ্গলবার রাতে বিবৃতি দিয়ে জানানো হয়েছে এখন থেকে রাজভবন ‘জন রাজভবন’।

ঔপনিবেশিক বেড়াজাল পেরিয়ে এবার থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হল রাজভবন। রাজভবনের কলোনিয়াল হ্যাংওভার নতুন কিছু নয়। আসলে এই ভবন গড়ে তোলা হয়েছিল তৎকালীন বড়লাটদের জন্য। ব্রিটিশ শাসন থেকে দেশ মুক্ত হলেও কিন্তু ততদিনে জাঁকিয়ে বসেছিল ঔপনিবেশিক মানসিকতা। রাজ্যপালরা থাকেন সেখানে তবে সাধারণ মানুষের জন্য কোনও ভাবেই তা উন্মুক্ত ছিল না। এবার নিয়মে বদল। এবার রাজভবনে প্রবেশাধিকার পেলেন সাধারণ মানুষ। এর আগে রাষ্ট্রপতি ভবন সাধারণের জন্য খুলে দেওয়ার ঘোষণা করা হয়। এবার সেই পথেই হাঁটল রাজভবন। রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজে টুইট করে বিষয়টি জানিয়েছেন। তবে ঠিক কবে থেকে রাজভবনে প্রবেশ করা যাবে সেটা এখনও স্পষ্ট নয়। শীঘ্রই এই বিষয় নিয়ে নবান্নের পূর্ত দফতরের আধিকারিকেরা রাজভবনের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসে সিদ্ধান্ত নেবেন বলে খবর।

 

spot_img

Related articles

গভীর রাতে রাজপুত্রের আগমন, আবেগে-স্লোগানে তিলোত্তমার মেসি বরণ

অপেক্ষার অবসান, কলকাতায় পা দিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি(Leo Messi)। ২০১১ সালের পর দ্বিতীয়বার কলকাতায় এলেন আর্জেন্টিনার মহাতারকা। ঘড়ির...

চাপের মধ্যে BLO-র দায়িত্ব: এবার শিক্ষকদের শিক্ষকতায় ফেরার বার্তা ব্রাত্যর

শুক্রবারও রাজ্যের শিক্ষকদের একটি শ্রেণি যাঁরা বিএলও-র দায়িত্ব সামলাচ্ছেন, তাঁরা প্রতিবাদ করেন নির্বাচনে কমিশনের (Election Commission) চাপানো কাজের...

‘জেলখাটা’ তকমা নয়, নাগরিক অধিকার ওদেরও আছে: বিশেষ স্ক্রিনিং জেলবন্দিদের নিয়ে তথ্যচিত্রের

অপরাধী আর নিরপরাধ। প্রমাণ করতেই বহু মানুষের জীবনের অমূল্য বহু সময় কেটে যায় গারদের ওপারে। এপারে বসে অপেক্ষা...

টার্গেট মতুয়া ভোট! রাজ্যে আরও সাত সভা মোদির, শুরুতেই নদিয়া

রাজ্যে এসআইআর করে মতুয়া বাসিন্দাদের সবথেকে বেশি বিপদে ফেলার চেষ্টা চালিয়েছে নির্বাচন কমিশন ও কেন্দ্রের বিজেপি সরকার। তবে...