HC Update : মেয়াদ শেষ প্রকাশ শ্রীবাস্তবের, শুক্রবার থেকেই কাজ শুরু নতুন বিচারপতির!

বৃহস্পতিবার ৩০ মার্চ ২০২৩ তারিখে নিজের কার্যকালের মেয়াদ শেষ করলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব (Justice Prakash Shrivastava)। আগামীকাল অর্থাৎ শুক্রবার থেকে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে কাজ শুরু করতে চলেছেন টি এস শিবাগ্ননম (Justice TS Sivagnanam)। প্রায় দেড় মাস আগে তাঁর নাম প্রস্তাবনা করে সুপ্রিম কোর্টের কলেজিয়াম (Supreme Court Collegium)। কেন্দ্রীয় আইনমন্ত্রক এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করে বলে জানা যায়।

বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কার্যকালের মেয়াদ শেষ হল। তিনি ২০২১-এর ১১ অক্টোবর কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব নিয়েছিলেন। এর আগে তিনি মধ্যপ্রদেশ হাইকোর্টে ছিলেন। মার্চ মাসের শেষ দিন থেকেই কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Chief Justice) হিসেবে টিএস শিবাগ্ননম (Justice TS Sivagnanam) তাঁর কাজ শুরু করতে চলেছেন। উল্লেখ্য মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি থেকে ২০২১-এর অক্টোবরেই বদলি হয়ে কলকাতায় আসেন শিবাগ্ননম। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি এস কে কল ও বিচারপতি কে এম জোসেফের কলেজিয়াম বিচারপতি টি এস শিবাগ্ননমের নাম কলকাতার প্রধান বিচারপতি হিসেবে সুপারিশ করে। ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। তার দুবছর পর ২০১১ সালে স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে মাদ্রাজ হাইকোর্টে থেকে কলকাতা হাইকোর্টে আসেন তিনি। এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে মার্চের শেষ দিনেই কার্যভার গ্রহণ করতে চলেছেন টিএস শিবাগ্ননম (Justice TS Sivagnanam)।

 

Previous articleবিরোধী জোট, স্ট্যালিনের ডাকে এবার দক্ষিণে একমঞ্চে তৃণমূল-সহ ২০ রাজনৈতিক দল
Next articleকেউ শিখিয়ে দেয়নি, নিজের বিদ্যা বুদ্ধিতে কথা বলেছি; শুভেন্দুকে পাল্টা পার্থ