রেড রোডে ধর্নার দ্বিতীয় দিন: সকাল থেকেই চেনা মেজাজে মমতা

বৃহস্পতিবার সাতসকালেই ফের রেড রোডে শুরু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নার দ্বিতীয় দিন। সকাল ৯টায় ধর্না মঞ্চে এসে বসেন মমতা। সঙ্গে রয়েছেন শশী পাঁজা, দোলা সেন,চন্দ্রিমা ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, জুন মালিয়া, দোলা সেন, সায়নী ঘোষ ছাড়াও বিভিন্ন পুরসভার মহিলা কাউন্সিলররাও। এদিন ধর্না মঞ্চে এসে তৃণমূল সুপ্রিমোকে গিটার বাজিয়ে গান শোনাচ্ছেন ছাত্র-যুবরা।মাইক হাতে গান করছেন মমতাও।


আরও পড়ুন:চিরকুটে চাকরি পাওয়া চোর-ডাকাতরা ডিএ মঞ্চে! মমতার নিশানায় সিপিএম



কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদে টানা দুদিনের ধর্না কর্মসূচিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বেলা ১২টা থেকে শুরু হয় এই ধর্না। চলবে আজ বিকেল ৬টা পর্যন্ত চলবে। বুধবার সময়মতো ঠিক দুপুর ১২টায় আম্বেদকর মূর্তিতে মালা দিয়ে মঞ্চে উপস্থিত হন মমতা বন্দ্যোপাধ্যায়।আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে মঞ্চে ওঠেন তিনি । সেখান থেকে গেরুয়া শিবিরকে আক্রমণ শানান মুখ্যমন্ত্রী।রাতে মঞ্চের পর্দা টেনে দেওয়া হয়। যাঁরা ছিলেন তাঁদের মধ্যে মহিলা সদস্যদের মঞ্চের উপর এবং পুরুষদের মঞ্চের নীচে থাকার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

 

 

Previous articleকানাডায় খু*নের অভিযোগে গ্রে*ফতার ভারতীয় বংশোদ্ভূত
Next article‘শীঘ্রই আসছি..’কলকাতাকে বার্তা দিল ইনফোসিস