জল্পনা যে সত্যি হচ্ছে তার প্রমাণ মিলেছে বিগত কয়েকদিনের সোশ্যাল মিডিয়া (Social Media) আপডেটে। এবার তো সোজা রাজধানীতে (Delhi) পৌঁছে গেলেন রাঘবের পরিণীতি (Raghav Chadda & Parineeti Chopra)। আর এয়ারপোর্টে রিসিভ করতে হাজির স্বয়ং আপ নেতা (AAP Leader)। লোকচক্ষু এবং ক্যামেরার আড়ালে মগ্ন লাভ বার্ডস। রাঘব – পরিণীতির শুভ পরিণয় কি আসন্ন? মহারাষ্ট্র থেকে প্রেমের মরসুম এখন সোজা দিল্লিতে।
আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে অভিনেত্রী পরিণীতি চোপড়ার প্রেমের জল্পনায় সিলমোহর মিলেছিল মুম্বাইয়ের এক রেস্তোরাঁর ছবি দেখে। এরপর মঙ্গলবার আম আদমি পার্টির আরও এক নেতা সঞ্জীব আরোরার টুইটে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যায় পরিণীতির ফ্যানেদের কাছে । দিল্লিতে প্রেমিকের গাড়িতে উঠে কি রাঘবের বাড়িই গেলেন পরিণীতি? এই উত্তর মেলার আগেই দুজনে হারিয়ে গেলেন একে অন্যের সঙ্গে। যদিও পরে অভিনেত্রীর পোস্টে সারাদিনের রোজনামচার ঝলক মিলল। মোমো খাওয়া আর ঘুরে বেড়ানোর ছবি পোস্ট করলেন নায়িকা নিজেই। দিল্লির আবহাওয়ায় কি প্রেমের গল্প তৈরি করছেন অভিনেত্রী, অতীতের স্মৃতি রোমন্থন নাকি আগামীর স্বপ্ন বোনা ? ঠিক কোন কাজে ব্যস্ত বলি অভিনেত্রী সেটা তাঁর হাসি মুখের ছবি দেখে বেশ স্পষ্ট। বিনোদন এবং রাজনীতি-জগতের দুই তারকা পাকাপাকিভাবে ছাদনা তলায় কবে যাবেন এখন সেই আশায় দিন গুনছেন অনুরাগী আর সমর্থকরা।
View this post on Instagram