বেশ কিছু মামলা ছাড়ছেন বিচারপতি মান্থা, কংগ্রেসের মামলা আদৌ শুনবেন!

পুলিশের কাছে অনুমতি চাইলেও সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস।

কলকাতা হাই কোর্টের বিচারপতি মান্থার এজলাসে এবার  ঝালাদায় মিছিল করার অনুমতি চাইল কংগ্রেস। মঙ্গলবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে মামলা করার অনুমতি দিয়েছেন বিচারপতি মান্থা। তবে সেই মামলা তিনি আদৌ শুনবেন কিনা তা নিশ্চিত নয়। আগামী ৮ এপ্রিল পুরুলিয়ার ঝালদায় এই মিছিল করতে চায় কংগ্রেস। পুলিশের কাছে অনুমতি চাইলেও সেই মিছিলের অনুমতি দেয়নি পুলিশ।তাই হাইকোর্টের দ্বারস্থ হয়েছে কংগ্রেস। মঙ্গলবার বিচারপতি মান্থা বলেন, কংগ্রেস চাইলে এই বিষয়ে মামলা করতে পারবে।

তবে বিচারপতি মান্থা জানিয়েছেন, বেশকিছু মামলা তিনি ছেড়ে দেবেন। কারণ, তাঁর এজলাসে এখন পুরনো অনেক মামলা জমে রয়েছে।তাঁর এই মন্তব্যের পরেই জল্পনা শুরু হয়েছে হাইকোর্ট চত্বরে। কোন কোন মামলা ছাড়তে চান তিনি, সেই নিয়ে আলোচনা চলছে।জানা গিয়েছে, বিচারপতি মান্থার হাতে বেশ কয়েকটি শিক্ষা সংক্রান্ত মামলা, রাজ্য পুলিশ নিয়ে মামলা রয়েছে। তাই কিছু মামলা ছেড়ে দিতে চাইছেন তিনি।সেক্ষেত্রে, যদি বিচারপতি মান্থা কংগ্রেসের মামলা ছেড়ে দেন তবে সেটা ডিভিশন বেঞ্চে চলে যাবে। এখন পুরো বিষয়টি নির্ভর করছে বিচারপতি মান্থার সিদ্ধান্তের ওপর।

 

 

Previous articleমুখ ঢেকে উত্তরবঙ্গে মুর্শিদাবাদের ছেলেটা ! ঘণ্টাখানেকে শুরু অরিজিতের কনসার্ট
Next articleরিষড়ার আহ*তকে দেখতে SSKM হাসপাতালে রাজ্যপাল!