শঙ্খের আদলে ‘ধনধান্য’ স্টেডিয়াম, উদ্বোধনের দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে আরও একটি ইনডোর স্টেডিয়াম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পরিকল্পনা ও উদ্যোগে আলিপুরে ‘উত্তীর্ণ’র পাশেই গড়ে উঠছে নতুন ইনডোর স্টেডিয়াম ‘ধনধান্য’। সোমবার, নবান্ন (Nabanna) থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ১৩ এপ্রিল ‘ধনধান্য’ স্টেডিয়ামের উদ্বোধন হবে।

১৯৭৫ সালে সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে টেবিল টেনিস টুর্নামেন্টের জন্য তৈরি হয় নেতাজি ইনডোর স্টেডিয়াম। দীর্ঘ বছর বাদে আর কলকাতার কাছেই তৈরি হয়েছে ধনধান্য স্টেডিয়াম।

মুখ্যমন্ত্রী স্বয়ং এই স্টেডিয়ামের নকশা করেছেন। শঙ্খ আকৃতির অভিনব এই ইনডোর স্টেডিয়াম। প্রায় তিন হাজার মানুষের বসার জায়গা রয়েছে। বাংলা আরও একটি ইনডোর স্টেডিয়াম পেল বলে জানালেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন ধরনের অনুষ্ঠান হবে।

 

 

Previous articleএক ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না: অরুণাচলে পা রেখে চিনকে বার্তা শাহের
Next articleবছরে কি দু’বার আইপিএল? মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান