ময়নাগুড়িতে ভে*ঙে পড়ল হিমঘরের একাংশ, গ্যাস লিক করে অসু*স্থ একাধিক

গত রবিবার থেকে আশ*ঙ্কা করা হচ্ছিল যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে হিমঘর। ওই দিন হিমঘরের ছাদের একাংশ ভেঙে পড়ে।

ময়নাগুড়ির জল্পেশ মন্দির (Jalpesh temple in Mainaguri) সংলগ্ন এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আলুর হিমঘর (cold storage)! অ্যামোনিয়া গ্যাস (Ammonia gas) লিক করে অসু*স্থ একাধিক। আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। ঘটনাস্থলে পৌঁছে গেছে NDRF এর টিম। গোটা গ্রামকে খালি করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত রবিবার থেকে আশঙ্কা করা হচ্ছিল যে কোন মুহূর্তে ভেঙে পড়তে পারে হিমঘর। ওই দিন হিমঘরের ছাদের একাংশ ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, হিমঘরে বিস্ফোরণ ঘটেছিল। এরপর থেকেই পুলিশ এলাকায় নজর রেখেছিল। আজ সন্ধে নাগাদ ফের হুড়মুড়িয়ে ভেঙে পড়ল হিমঘর, চিন্তায় এলাকাবাসী। ইতিমধ্যেই জানা যাচ্ছে হিমঘরের ছাদের বাকি অংশটি এদিন ভেঙে পড় সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস। প্রায় ৯ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাঁদের ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের অন্যত্র সরানোর ব্যবস্থা করছে পুলিশ।

 

Previous articleমহানগরীর মুকুটে নয়া পালক, শহরবাসীকে চোখ ধাঁধানো অডিটোরিয়াম উপহার মুখ্যমন্ত্রীর!
Next articleরাহুল মামলার বিচারক আসলে অমিত শাহের প্রাক্তন আইনজীবী!