এগিয়েছে গ্রীষ্মাবকাশ, সিলেবাস শেষ করতে স্কুলে অতিরিক্ত ক্লাস করানোর নির্দেশ শিক্ষা দফতরের

রাজ্যজুড়ে তীব্র দহন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নির্দেশে গরমের ছুটি এগিয়ে এনেছে রাজ্য সরকার। ২৪ মে-র বদলে এবার স্কুলগুলিতে গরমের ছুটি শুরু হচ্ছে ২ মে থেকে। কিন্তু এতে পঠন-পাঠনে সমস্যা হতে পারে। ফলে স্কুল খুললেই অতিরিক্ত ক্লাস (Extra Class) নেওয়ার জন্য সরকারি বিদ্যালয় কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছ শিক্ষা দফতর।

চৈত্রের শেষবেলায় উঁচিয়ে ব্যাটিং গ্রীষ্মের। রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রার পারদ ইতিমধ্যেই ৪০ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে ভোগান্তির শিকার হতে হচ্ছে স্কুল (School) পড়ুয়াদের। তাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে গরমের ছুটি এগিয়ে আনার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। সেই মতো ৩ সপ্তাহ ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। রাজ্যের সমস্ত সরকারি স্কুলে গরমের ছুটির এই নির্দেশ কার্যকর হবে।

বেসরকারি স্কুলগুলিকেও ছুটি এগিয়ে আনার আবদেন জানানো হবে বলে স্কুল শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে। তবে, এক্ষেত্রে লেখাপড়ায় ক্ষতি হতে পারে। সিলেবাস শেষ করার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। সেই কারণেই স্কুল খুললেই অতিরিক্ত ক্লাস করে বাকি থাকা পড়া শেষ করানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চিঠি পৌঁছে যাচ্ছে স্কুলে।

 

 

 

Previous articleটার্গেট অভিষেক? এক্তিয়ার বহির্ভূত কথা বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়: বি.স্ফোরক কুণাল
Next articleবৈশাখের শুরুতেই বইমেলা ! বইপ্রেমী বাঙালিকে গিল্ডের উপহার