পরপর পাঁচ ম‍্যাচে হার দিল্লির, ওয়ার্নারদের ২৩ রানে হারাল আরসিবি

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে আরসিবি।

পরপর পাঁচ ম‍্যাচে হার দিল্লি ক‍্যাপিটালসের। এদিন রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর ২৩ রানে হারাল দিল্লিকে। অর্ধশতরান করে ম‍্যাচের সেরা বিরাট কোহলি।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় দিল্লি। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৪ রান করে আরসিবি। আরসিবির হয়ে অর্ধশতরান বিরাটের। ২২ রান করেন অধিনায়ক ফ‍্যাফ ডুপ্লেসি। ২৪ রান করেন ম‍্যাক্সওয়েল। ২০ রানে অপরাজিত শাহবাজ আহমেদ। দিল্লির হয়ে দুটি করে উইকেট নেন মিচেল মার্শ এবং কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন অক্ষর প‍্যাটেল এবং ললিত যাদব।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৫১ রানে গুটিয়ে যায় দিল্লির ইনিংস। ১৯ রান করেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার। শূন‍্য রানে আউট হন পৃথ্বী শা। মিচেল মার্শ করেন শূন‍্য। যশ ধুল করেন ১ রান। মণিশ পান্ডে করেন ৫০ রান। আরসিবির হয়ে তিন উইকেট নেন বিজয় কুমার। দুটি উইকেট নেন মহম্মদ সিরাজ। একটি করে উইকেট নেন পার্নেল,হাসারাঙ্গা, হর্ষল প‍্যাটেল।

আরও পড়ুন:শ্রেয়াস আইয়রের পরিবর্ত বেছে নিল কেকেআর


 

Previous articleচলতি বছরের অমরনাথ যাত্রা শুরু কবে?
Next articleEntertainment : বছরের পয়লাতেই ‘জোড়া’ সুখবর শোনালেন দেব!