উত্তরপ্রদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির বেহাল অবস্থা দেখে স্তম্ভিত: আতিক খুনে টুইট মমতার

পুলিশি ঘেরাটোপের মধ্যেই দুষ্কৃতীদের গুলিতে খুন হয়েছেন কুখ্যাত গ্যাংস্টার আতিক আহমেদ(Atik Ahmed) ও তার ভাই আশরাফ। পুলিশ হেফাজতে এভাবে খুনের ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে উত্তর প্রদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। এই ইস্যুতেই এবার টুইট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। তিনি লিখলেন, “উত্তরপ্রদেশে(UttarPradesh) নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ার দৃশ্যে আমি স্তম্ভিত।”

শনিবার রাতে পুলিশ ও সংবাদ মাধ্যমের সামনে যেভাবে দুই ব্যক্তিকে গুলি করে খুন করা হয়েছে তারপর সারাদিন থেকে শুরু করেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির এমন চরম অবনতিতে উত্তরপ্রদেশের রাষ্ট্রপতি শাসনের আবেদন জানানো হয়েছে বিরোধীদের তরফে। এই ইস্যুতেই এদিন টুইট করে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “উত্তরপ্রদেশে নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়ার ছবি দেখে আমি স্তম্ভিত। এটা চূড়ান্ত লজ্জার যে, অপরাধীরা পুলিশ এবং সংবাদমাধ্যমের উপস্থিতিতে আইন হাতে তুলে নিচ্ছে। সাংবিধানিক গণতন্ত্রে এই ধরনের বেআইনি কাজের কোনও জায়গা নেই।”

Previous articleকেকেআরের বিরুদ্ধে নেতা নন রোহিত, আইপিএল-এ অভিষেক অর্জুনের
Next articleগৃহযু.দ্ধে অ.শান্ত সুদান! এক ভারতীয়-সহ ২৭ জনের মৃ.ত্যু, জ.খম কমপক্ষে ১৫০