Saturday, December 6, 2025

অভিষেক নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সুপ্রিম স্থগিতাদেশ

Date:

Share post:

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গাপাধ্যায়ের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। নিয়োগ মামলা চলাকালীন বিচারপতির একটি নির্দেশে দিয়েছিলেন। সেই নির্দেশের উপরই স্থগিতাদেশ।মামলার পরবর্তী শুনানি হবে আগামী ২৪ এপ্রিল।

আরও পড়ুন:আতিককে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন যোগী, সুপ্রিম কোর্টেও মেলেনি বাড়তি নিরাপত্তা

নিয়োগ মামলায় অভিযুক্ত কুন্তল ঘোষ জেল থেকে বিচারপতির লেখা চিঠিতে অভিযোগ করেছিলেন, তদন্তকারী সংস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর জন্য তাঁর উপর চাপ সৃষ্টি করছে।তার পরিপ্রেক্ষিতেই বিচারপতির নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জিজ্ঞাসাবাদ করা হোক।পাল্টা সুপ্রিম কোর্টে মামলা গড়ালে সোমবার স্পষ্টভাষায় জানিয়ে দেওয়া হয় পরবর্তী নির্দেশ দেওয়া পর্যন্ত বিচারপতি গঙ্গাপাধ্যায়ের নির্দেশের স্থগিতাদেশ বহাল থাকবে।
বিচারপতির আরও নির্দেশ, কুন্তল ঘোষের অভিযোগপত্রের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনও পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত ও পুলিশ। মামলাকারীরা মনে করছেন, কুন্তল ঘোষের চিঠির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করতে পারে কেন্দ্রীয় সংস্থা। তাই সেই মামলায় আগাম সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় মামলাকারী পক্ষ। সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট (Caviet) দাখিল করেন মামলাকারী রমেশ মালিক। মামলাকারীদের উপস্থিতি ছাড়া একপক্ষকে নিয়ে শুনানি বা কোনও নির্দেশ আটকাতে ক্যাভিয়েট দাখিল করা হয়। ওই ক্যাভিয়েটের পরিপ্রেক্ষিতে সোমবার সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে বলেই জানিয়েছেন বিচারপতি। তার ফলে স্বস্তিতে অভিষেক বন্দোপাধ্যায়। আগামী ২৪ এপ্রিল মামলার পরবর্তী শুনানি।

 

 

spot_img

Related articles

ভোটার তালিকা নিয়ে কমিশনকে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অরূপ বিশ্বাসের 

জেলা সফরের নবম দিনে পূর্ব বর্ধমানের দু'টি বিধানসভা – গলসি ও আউশগ্রামে – দলীয় নির্দেশিত ভোটার তালিকা সংশোধনের...

হাসপাতালের বেডে শুয়ে সন্তানের অপেক্ষায় সোনালি: প্রকাশ করলেন সুপ্ত ইচ্ছা

শুক্রবারই ভারতে ফিয়ে নিয়ে আসা হয়েছে অন্তঃসত্ত্বা সোনালি খাতুন এবং তাঁর ৮ বছর বয়সী ছেলেকে। রাজ্য সরকারের তত্ত্বাবধানে...

কার্ল মার্ক্সের শিষ্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়! মেয়ো রোডের মঞ্চ থেকে অভিনব খোঁচা কল্য়াণের

বাংলার দক্ষ প্রশাসক মমতা বন্দ্যোপাধ্য়ায় একদিকে যেমন বাংলার শান্তি সম্প্রীতি রক্ষায় নিজে সচেষ্ট। তেমনই তাঁর সৈনিকেরাও শান্তি-সম্প্রীতি রক্ষার...

বকেয়া নিয়ে সংসদে ভুল বোঝাচ্ছে কেন্দ্র: দিল্লিতে সরব দুই ডেপুটি লিডার

শুধুমাত্র বাংলা বিরোধী জমিদারি চালে বাংলার প্রাপ্য দিতে নারাজ কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার। বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসও ছেড়ে...